পুরোনো কম্পিউটার বা ল্যাপটপ কেনা আগে কি কি বিষয় লক্ষ্য করবেন ?

06 May 2022    Bipasha Jahan Bipa

আমরা অনেকেই আছি পুরোনো কম্পিউটার বা অন্যের ব্যবহার করা কম্পিউটার কম দামে কিনে থাকি। 

ল্যাপটপ গুলো অনেক ব্যায়বহুল। তাই নতুন ল্যাপটপ বা কম্পিউটার কেনা অনেকের পক্ষে কষ্টকর হয়ে পরে। পুরোনো ল্যাপটপ বা কম্পিউটার কিনলে  আপনার খরচ বাঁচাবে। 

যখন আপনি আপনার কিনা পুরোনো ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আয় করতে পারবেন তখন না হয় সেই আয়ের টাকা দিয়ে নতুন দামি ল্যাপটপ বা কম্পিউটার কিনে নিলেন।

 

এটা আপনার জন্য খুব ভালো একটা সিদ্ধান্ত হতে পারে যদি না আপনি কম দামে পুরোনো একটি ভালো ল্যাপটপ বা কম্পিউটারে কিনতে পারবেন। এটা একটি চ্যালেঞ্জের বিষয়।  কারণ পুরোনো জিনিস ভালো নাও হতে পারে,তাই এই ব্যাপারে আপনাকে অনেক সাবধানী হতে হবে। 

 

চলুন জেনে নেই পুরোনো কম্পিউটার কেনার আগে কি কি লক্ষ করবেন :

 

পুরনো কম্পিউটার কিনতে হলে আগে দেখুন কম্পিউটারে কি প্রসেসর ব্যবহার করা হয়েছে!

কম্পিউটার এর কেবিনেট আর মনিটর নতুন হলেই যে সেটা নতুন সেটা ঠিক নয়।

 

যে গুলো দেখবেন সেগুলো হলো :

১. প্রসেসর এর মডেল নম্বর , জেনারেশন ও স্পীড কত সেটা দেখা উচিত।

২.হার্ড ডিস্ক এর কোম্পানি নাম ও মডেল নম্বর।

৩.রেম এর স্পীড ও কোম্পানি নাম।

৪. মাদার বোর্ড এর কোম্পানি নাম ও রাম ক্যাপাসিটি।

৫.এসএমপিএস কোম্পানি নাম ও ওয়াটেজ।

এগুলোর কোম্পানি দেখবেন যেনো ভালো হয়।

 



পুরোনো ল্যাপটপ কেনার আগে যা লক্ষ করবেন : 

 ১।  ল্যাপটপ কেনার আগে এর বডি দেখে নিন:

 ল্যাপটপ এর বডি তে কোনো ফাটল বা স্ক্র্যাচ আছে কিনা দেখে নিন। এর সব পার্টস ঠিক আছে কিনা যাচাই করুন।  ল্যাপটপ হাত থেকে পরে গেলে অনেক অভ্যন্তরীন ক্ষতি হতে পারে যা যাচাই করে নিন। 

২।  ল্যাপটপ এর স্ক্রিন পরীক্ষা করুন : 

এর স্ক্রিন পরীক্ষা করার জন্য একটি ভিডিও ওপেন করুন তাহলে এর স্ক্রিন ঝিকিমিকি , বিবর্ণ , অনুজ্জ্বল কিনা দেখতে পাবেন। 

৩।  ব্যাটারির আয়ু পরীক্ষা করুন : 

আপনি হয়তো বিষয় টি নাও বুঝতে পারেন।  তার পর ও কত ক্ষণ চার্জ থাকে যাচাই করে নিন। বেশি ক্ষণ চার্জ না থাকলে বুঝে নিবেন ব্যাটারি টি খুব পুরোনো ও ভালো মানের নয়। 

 

৪।  কি বোর্ড ও ট্রাকপ্যাড পরীক্ষা করুন :

 কি বোর্ড ও ট্রাকপ্যাড ল্যাপটপের সর্বাধিক ব্যবহৃত উপাদান। তাই কি বোর্ড এর কি গুলো সব ঠিক আছে কিনা দেখে নিন।  দুই হাত দিয়ে টাইপ করে দেখুন।  লিখা ঠিক আছে কিনা ও আপনার লিখতে স্মুথ ফীল হচ্ছে কিনা। কমান্ড অনুযায়ী  ভুল টাইপ হচ্ছে কিনা দেখে নিন। 

ট্রাকপ্যাড এর সমর্থিত গতি গুলো চেক করুন। যেমন : পিঞ্চ to জুম , দুই আঙুলের স্ক্রল , আঙুলের সোয়াইপ ইত্যাদি ঠিক আছে কিনা দেখে নিন। 

 

৫। ডিভিডি ড্রাইভ চেক করুন : 

সব গুলো USB পোর্ট ,হেটফোন জ্যাক , ইথারনেট সংযোগকারী,  HDMI , SD card  স্লট এবং সব ইনপুট কানেকশন গুলো পরীক্ষা করুন। এগুলোর অনেক গুলো মাদারবোর্ড এর সাথে সংযুক্ত থাকে যা পরে প্রতিস্থাপন করা ব্যায় বহুল হতে পারে। সিডি , ডিভিডি কাজ করছে কিনা দেখে নিন। 

 

৬।  স্পিকার এবং ওয়েব ক্যাম পরীক্ষা করুন :

 স্পিকার এবং ওয়েব ক্যাম যাচাই করুন , সাউন্ড কতটা জোরে হয় দেখে নিন। ওয়েব ক্যাম কাজ করে কিনা যাচাই করুন। 

 

৭।  ইন্টারনেট এক্সেস চেক করে নিন : 

ইন্টারনেট ছাড়া একটি ল্যাপটপ প্রায় অচল।  এমন ল্যাপটপ কেউ ই চায় না যেখানে ইন্টারনেট এক্সেস করতে পারবেন না।  তাই সবার আগে এটি যাচাই করে নিন। Wi fi  নেটওয়ার্কগুলো দেখতে ও সংযোক করতে পারেন কিনা দেখে নিন। পাশাপাশি ব্লুটুথ সংযোগ এর কার্যকারিতা দেখতে ভুলবেন না যেন। 

 

পুরুনো ল্যাপটপ বা কম্পিউটার কিনা খুব লাভজনক হতে পারে যদি আপনি যাচাই করে একটি ভালো ল্যাপটপ বা কম্পিউটার কিনতে পারেন।  না হলে আপনার কষ্টের টাকা তো জলে যাবে।  আর সেই টাকা বাঁচাতে গিয়ে ল্যাপটপ ও কম্পিউটার সার্ভিসিং করতে গিয়েও আপনার আরো টাকা বরবাদ হবে। 

 তাই সাবধানে পুরুনো ল্যাপটপ ও কম্পিউটার কিনুন। 

আপনাদের সবার জন্য রইলো শুভকামনা। 

কাজ করছি আইটি  নিয়ে Zariq Ltd  এর সাথে। Zariq Ltd- একটি সফটওয়্যার  কোম্পানি। 

আমরা একটি উন্নত জীবনের জন্য কাজ করি যা আপনি সর্বনিম্ন সময় এবং সবচেয়ে কম  খরচের মধ্যে পেয়ে যাবেন।  আমরা সব ধরনের আইটি সেবা  প্রদান করে থাকি। 

আমাদের কাছে রয়েছে ওয়েবসাইট তৈরী , ডিজাইন , লোগো , ব্যানার , ডিজিটাল বিজনেসম্যান সাপোর্ট , ই কমার্স বিজনেস সাপোর্ট , সোশ্যাল মিডিয়া মার্কেটিং , মডার্ন বিজনেস এর জন্য ওয়েবসাইট , এছাড়াও ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট,এপস ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট  সহ আরো নানাবিধ সাপোর্ট সবই আমাদের কাছে।  

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন - www.zariq.com.bd


 

ধন্যবাদান্তে

বিপাশা জাহান বিপা

কন্টেন্ট রাইটার এবং ট্রেইনার Zariq Ltd