কম্পিউটার মাদারবোর্ড কি ? মাদারবোর্ড কত প্রকার ? মাদার বোর্ড পরিচিতি।

08 May 2022    Bipasha Jahan Bipa

কম্পিউটার মাদারবোর্ড কি ? মাদারবোর্ড কত প্রকার ? মাদার বোর্ড পরিচিতি। 

মাদারবোর্ড হলো কম্পিউটার এর একটি গুরুত্বপূর্ণ অংশ।  আজ আমরা জন্য মাদারবোর্ড সম্পর্কে। মাদারবোর্ড শুধুমাত্র  কম্পিউটার এর একটি গুরুত্বপূর্ণ অংশই নোই বরং একটি অপরিহার্য্য অংশ। কারণ মাদার বোর্ড ছাড়া কম্পিউটার তৈরী ই করা যাবে না। 

মাদার মানে মা , তার মানে হলো মাদার বোর্ড  কে কম্পিউটার এর মা বলা হচ্ছে। যেটি ছাড়া কম্পিউটার এর পূর্নতাই আসবে না। 

মাদারবোর্ড হল ব্যক্তিগত কম্পিউটারের মতো জটিল ইলেকট্রনিক সিস্টেম এর মূল সার্কিট বোর্ড (পিসিবি)। মাদরবোর্ডকে কখনও কখনও মেইনবোর্ড বা সিস্টেম বোর্ড -ও বলা হয়।

কম্পিউটারের সকল যন্ত্রাংশকে মাদারবোর্ডের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত করা হয়।

সাধারণ ডেস্কটপ কম্পিউটারে মাদারবোর্ডের সাথে মাইক্রোপ্রসেসর, প্রধান মেমরি ও কম্পিউটারের অন্যান্য অপরিহার্য ছোট ছোট যন্ত্রাংশগুলি যুক্ত থাকে। অন্যান্য অংশের মধ্যে আছে শব্দ ও ভিডিও নিয়ন্ত্রক, অতিরিক্ত তথ্যভান্ডার, বিভিন্ন প্লাগইন কার্ড যেমন ল্যান কার্ড ইত্যাদি। কি-বোর্ড,মাউস, প্রিন্টারসহ সকল ইনপুট-আউটপুট যন্ত্রাংশও মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে।

 

কম্পিউটার চালনার মূল নিয়ামক হচ্ছে এই মাদারবোর্ড। প্রযুক্তিবিদদের কাছে এটা অজ্ঞাত নয় যে- কোনো পরিবারে একজন দায়িত্ববান মা ছাড়া যেমন সংসারটা অচল, মাদারবোর্ড ছাড়া তেমনি কম্পিউটার অচল। তাই একে মায়ের সাথে তুলনা করা হয়। এছাড়া এর সাথে সংযুক্ত যন্ত্রাংশগুলিকে সেই মায়ের বুকে আগলে থাকা অতি আদরের সন্তানদের সাথে তুলনা করা হয়ে থাকে। হয়তো এখানেই "মাদারবোর্ড" নামের স্বার্থকতা।

মাদারবোর্ড প্রস্তুতকারক কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য আসুস, গিগাবাইট, ইন্টেল, ইসিএস ইত্যাদি। আসুস বর্তমানে পৃথিবীর সব চেয়ে বড় মাদারবোর্ড প্রস্তুতকারক কোম্পানি।

 



মাদার বোর্ড কত প্রকার ? 

মাদারবোর্ড তার গঠন এবং কাজের উপর নির্ভর করে মুলত ৫ প্রকারে ভাগ হয়। 

১।  স্ট্যান্ডার্ড এটিএক্স মাদারবোর্ড – Standard ATX Motherboard

২।  মাইক্রো এটিএক্স মাদারবোর্ড – Micro ATX Motherboard

৩।  মিনি আইটিএক্স মাদারবোর্ড – Mini ATX Motherboard

৪।  ন্যানো আইটিএক্স মাদারবোর্ড – Nano ITX Motherboard

৫।  পিকো আইটিএক্স মাদারবোর্ড – Pico ITX Motherboard

 

মাদার বোর্ড এর কাজ কি ?

১। Component Hub হিসেবে কাজ করে : এখানে সব ধরনের এক্সটার্নাল হার্ডওয়ার সংযুক্ত থাকে, যেমন র্যাম, হার্ডডিস্ক, সিডি ড্রাইভ ইত্যাদি। এই জন্য এটাকে Component Hub বলা হয়ে থাকে। 

২। পাওয়ার ডিস্ট্রিবিউশন করে  :পাওয়ার সাপ্লাই থেকে মাদারবোর্ডে পাওয়ার আসে, এবং মাদারবোর্ড সেটা সঠিক ভাবে বিভিন্ন হার্ডওয়ারের ডিস্ট্রিবিউট করে দিয়ে থাকে।

৩।  মাদার বোর্ড এ বিভিন্ন স্লটস থাকে  – এখানে অনেক গুলো স্লট থাকে, যাতে আমরা নানা ডিভাইস বা ইন্টারফেস ইন্সটল করতে পারি। আমাদের প্রয়োজন অনুসারে, নানা সময় নানা ডিভাইস ইন্সটল করা লাগে কম্পিউটারে। মাদারবোর্ডে সব গুলোর স্লটই থাকে।

৪।  BIOS – মাদারবোর্ডে ROM বা BIOS থাকে, যা আমাদের কম্পিউটার বুট করার জন্য খুবই জরুরি।

 আরো অনেক খুঁটিনাটি এবং সুক্ষ কাজ করে থাকে মাদারবোর্ড।

 

মাদারবোর্ড এর বিভিন্ন অংশের বর্ণনা :

মাদারবোর্ডের মুল কিছু অংশ  যা না থাকলে একটা পিসি সম্পুর্ন অচল হয়ে যাবে। এই অংশ গুলো মাদারবোর্ডের সাথে ইনগ্রেটেড থাকে অথবা এক্সটার্নাল হিসেবে ও কিনতে হয়। 

মাদারবোর্ড এর বিভিন্ন অংশ হলো :

 

১। CPU – Central Processing Unit

২। RAM – Random Access Memory

 

১।  CPU – Central Processing Unit

CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে একটা মাইক্রো-প্রসেসর বা প্রসেসর যা কম্পিউটারের ব্রেইন হিসেবে পরিচিত। এটাই মুলত কম্পিউটারের সমস্ত লজিক্যাল ক্যালকুলেশন যেমন ফেচিং, ডিকোডিং কিংবা প্রোগ্রাম এক্সিকিউটিং করে থাকে। এর প্রসেসর চিপের ধরন নির্ভর করে আপনি কি ব্র্যান্ড এবং কি টাইপের মাদারবোর্ড কিনলেন তার উপর। একেক ধরনের মাদারবোর্ডের গঠন পদ্ধতি এবং সকেটগুলোর লোকেশন ও ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

২।  RAM – Random Access Memory

RAM – Random Access Memory কম্পিউটারের এমন একটি ডায়নামিক মেমোরি যা আমাদের কাজকে সাময়িকভাবে স্টোর করে এবং কাজের গতি বৃদ্ধি সহ ইউজিং এক্সপেরিয়েন্সকে উন্নত করে। এটাই মুলত কম্পিউটারের মুল মেমোরি যেখানে চালু হওয়া প্রোগ্রাম গুলো নিজেদের ডাটা জমা রেখে একটিভেট থাকে।

 এটাকে volatile মেমোরি ও বলা হয়ে থাকে কারণ কম্পিউটার একবার অন অফ করলে র্যামে থাকা সমস্ত তথ্য মুছে যায় এবং এটা আবার নতুনভাবে কাজ করা শুরু করে। 

 

কাজ করছি আইটি  নিয়ে Zariq এর সাথে। Zariq- একটি সফটওয়্যার  কোম্পানি। 

আমরা একটি উন্নত জীবনের জন্য কাজ করি যা আপনি সর্বনিম্ন সময় এবং সবচেয়ে কম  খরচের মধ্যে পেয়ে যাবেন।  আমরা সব ধরনের আইটি সেবা  প্রদান করে থাকি। 
 

আপনার কি একটি  মানসম্মত  ওয়েবসাইট প্রয়োজন ? 

আপনার ব্যবসায়ের ডিজিটাল মার্কেটিং এর দায়িত্ব আমাদের। মানসম্মত ওয়েবসাইট তৈরী করতে যোগাযোগ করুন @zariq এর সাথে। 

আমাদের কাছে রয়েছে ওয়েবসাইট তৈরী , ডিজাইন , লোগো , ব্যানার , ডিজিটাল বিজনেসম্যান সাপোর্ট , ই কমার্স বিজনেস সাপোর্ট , সোশ্যাল মিডিয়া মার্কেটিং , মডার্ন বিজনেস এর জন্য ওয়েবসাইট , এছাড়াও ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট সহ আরো নানাবিধ সাপোর্ট সবই আমাদের কাছে।  

 

বিজনেসকে গতিশীল ও ডিজিটাল করতে একাউন্টিং, ইনভেন্টরি, HR-Payroll, ERP সফটওয়্যার এবং ই-কমার্স বা কর্পোরেট ওয়েবসাইটের জন্য যোগাযোগ করুন - 01714 02 46 89 - ZARIQ LTD

 

 

ধন্যবাদান্তে

বিপাশা জাহান বিপা

কন্টেন্ট রাইটার এবং ট্রেইনার Zariq Ltd