কেমন হবে আপনার ওয়েবসাইট ডিজাইন :
বিশ্ব বাসীর সামনে আপনার বিজনেস বা প্রতিষ্ঠান কে খুব সহজে উপস্থাপন করার আধুনিক মাধ্যম হচ্ছে মানসম্মত একটি ওয়েবসাইট। ওয়েবসাইট ডিজাইন হলো আপনি কিভাবে আপনার ওয়েবসাইট এর সাধারণ রূপ দেখতে চান তা নির্ধারণ করা।
আর এই ডিজাইন নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয় কিছু মার্কআপ, স্ক্রিপ্টিং ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
কেন আপনার একটি ওয়েবসাইট প্রয়োজন?
আপনার বিজনেস ছোট বড় যাই হোক না কেন একটি ওয়েবসাইট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্যবসায়িক জগতে একটি ওয়েবসাইট ছাড়া টিকে থাকা অনেকটাই অসম্ভব। একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পণ্য বা সেবার পরিচিতি বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানের সুনামও বৃদ্ধি করতে পারবেন। বর্তমানে তথ্য ও প্রযুক্তির এই যুগে ওয়েবসাইটের প্রয়োজনীয়তা ক্রমেই বেড়ে চলেছে।
আপনি যদি চান আপনার সার্ভিস বা ব্যবসাকে বৃহৎ আকারে প্রচার ও প্রসার করতে তবে প্রয়োজন ইন্টারনেট তথা অনলাইনে পরিচিতি আর এই জন্যই দরকার একটি ওয়েবসাইট।
কারণ একটি ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই মুহর্তের মধ্যে আপনার কোম্পানি, পণ্য বা সার্ভিস সমূহকে গ্রাহকের কাছে পৌছে দিতে পারবেন। এছাড়াও এই ওয়েবসাইটের মাধ্যমেই খুব সহজেই সম্ভাব্য গ্রাহক বা ক্রেতা সাধারণ আপনার কোম্পানি, পণ্য ও সার্ভিস সম্পর্কে জানতে পারবে।
আর এজন্যই আপনার জন্য আমরা দিচ্ছি আধুনিক মানসম্মত ওয়েবসাইট ডিজাইন সার্ভিস। আমরা অত্যন্ত দক্ষতার সাথে আকর্ষণীয় ও রেস্পন্সিভ ডিজাইন, লোগো, ইনফরমেশন, ছবি, অডিও এবং ভিডিও ইত্যাদির সমন্বয়ে ওয়েবসাইট তৈরী করে থাকি।
Zariq Ltd থেকে ওয়েবসাইটি নেয়ার পর কিভাবে আপনি ওয়েবসাইট টি ব্যবহার করবেন তার উপর ফ্রি ট্রেনিং করানোর পাশাপাশি আপনার ওয়েবসাইটে যেকোন ধরনের সমস্যা হলে এক বছর পর্যন্ত ফ্রি সার্ভিস প্রদান করে থাকি।
Zariq Ltd এর ওয়েবসাইট ডিজাইন সার্ভিস এর ফিচার সমূহ :
১। এক্সক্লুসিভ ডিজাইন।
২। রেস্পন্সিভ লেআউট।
৩। টপ অ্যান্ড বোটম ন্যাভিগেশন।
৪। হেডার এবং সাইডবার ব্যানার।
৫। ফটো অ্যান্ড ভিডিও গ্যালারি।
৬। অ্যানিমাটেড টেক্সট অ্যান্ড বাটন।
৭। অ্যানিমাটেড ইমেজ অ্যান্ড ব্যানার।
৮। মোবাইল ডিভাইস কম্প্যাটিবল।
৯। কন্টেন্ট অ্যান্ড কমেন্ট এরিয়া।
১০। কন্টাক্ট ফর্ম ও সার্চ বাটন।
১১। ব্লগ ও ম্যাগাজিন লেআউট।
১২। আনলিমিটেড পেইজ এবং পোস্ট।
১৩। আনলিমিটেড ক্যাটাগরি এবং আর্কাইভ।
১৪। সোশ্যাল মিডিয়া শেয়ারিং বাটন।
১৫। উইজার এডমিন প্যানেল।
১৬। ফেসবুক পেজ লাইক অপশন।
১৭ অ্যানিমাটেড লাইক বা ফলো বক্স।
১৮। ওয়েবসাইট ভ্যালিডেশন ইত্যাদি।
কেন Zariq Ltd থেকে ওয়েবসাইট নিবেন :
১। Zariq Ltd থেকে ওয়েবসাইটি নেয়ার পর কিভাবে আপনি ওয়েবসাইট টি কিভাবে পরিচলনা করবেন তার সম্পূর্ণ গাইড লাইন।
২। ইচ্ছে মত পেইজ ডিজাইন ও তৈরি করার সুযোগ।
৩। ডোমেইন প্লাস হোষ্টিং।
৪। বেসিক অনলাইন মার্কেটিং পদ্ধতি।
৫ ইউজার ফ্রেন্ডলি এডমিন প্যানেল।
৬। এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট।
৭। গুগল অ্যাডসেন্স ও অ্যানালাইটিক সাপোর্ট।
৮। ইচ্ছে মত ওয়েবসাইট পরিচালনা করার সুযোগ।
৯। অভিজ্ঞ ও দক্ষ ডেভলপার দ্বারা ওয়েবসাইটের ডিজাইন।
১০। সিকিউরিটি গ্যারান্টি ১০০%।
১১। আপটাইম গ্যারান্টি ৯৯.৯%।
১২। অটো ওয়েবসাইট ব্যাকআপ সিস্টেম।
১৩। ২৪/৭ সাপোর্ট।
এছাড়াও আরো অনেক সুবিধা পাবেন Zariq Ltd প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন সার্ভিসে। তাহলে আর দেরী না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরাই দিচ্ছি সবচেয়ে সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় একটি ওয়েবসাইট।
Zariq Ltd একটি বিশ্বাসের নাম। আপনার আস্থায় নির্ভর যোগ্য প্রতিষ্ঠান Zariq Ltd।
তাই আপনার দরকার মানসম্মত একটি ওয়েবসাইট , যে ওয়েবসাইট আপনাকে সেল বাড়াতে সাহায্য করবে। সেই সাথে আপনার বিজনেস প্রমোশন করতে যে মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং করবেন সেটা করতে হবে সঠিকভাবে এবং এই বিষয়ে সঠিক গাইডলাইন এবং সাপোর্ট দেওয়া আমাদের দায়িত্ব। মানসম্মত ওয়েবসাইট তৈরী করতে যোগাযোগ করুন @zariq এর সাথে।
আমাদের পূর্বের কাজ বা অভিজ্ঞতা জানতে কমেন্ট করুন বা আমাদের মেসেজ করুন। আমরা আপনাদের সাথে বিস্তারিত কথা বলব আমাদের স্ট্রেন্থ নিয়ে।
আপনার যদি নিজের বিজনেস থাকে তবে আপনার একটি ওয়েবসাইট থাকা বাধতামূলক। তাই আপনি চাইলে নিজের একটি ওয়েবসাইট তৈরী করে নিতে পারেন আমাদের থেকে।
ওয়েবসাইট তৈরী ও ডিজাইনের জন্য যোগাযোগ করুন www.zariq.com.bd এর সাথে
বিজনেসকে গতিশীল ও ডিজিটাল করতে একাউন্টিং, ইনভেন্টরি, HR-Payroll, ERP সফটওয়্যার এবং ই-কমার্স বা কর্পোরেট ওয়েবসাইটের জন্য যোগাযোগ করুন - 01714 02 46 89 - ZARIQ LTD
আপনাদের পাশে আছি আমি-
Md Jayed Hasan Emran
Managing Director
Zariq Ltd