নারীদের জন্য ফ্রিল্যান্সিং পেশা কেন গুরুত্বপূর্ণ?

19 Aug 2022    Bipasha Jahan Bipa

মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং পেশা কেন জনপ্রিয় হয়ে উঠছে? 

অাজকাল যুগ বদলে গেছে। মেয়েরাও অাজকাল উচ্চ শিক্ষিত হচ্ছে। ভালো ভালো প্রতিষ্ঠান এ জব করছে। বাবা মায়েরাও মেয়েদেরকে, ছেলেদের মতোই সার্পোট করছে। কিন্তু মেয়েরা যতই লেখাপড়া করুক না কেন,  ক্যারিয়ারের যত উচ্চ শেখরে যাক না কেন,  বিয়ের পর কিংবা সন্তান জন্মের পর অার বাইরে গিয়ে জব করতে পারে না। অনেকেই অাছে যারা সন্তান এর জন্য ক্যারিয়ার সেক্রিফাইস করে দিতে হয়। এমন মেয়েদের সংখ্যা বাংলাদেশে লাখ লাখ রয়েছে। যারা শুধু মাত্র বাচ্চা লালন পালন এর জন্য জব করতে পারে না।  যার ফলে লেখা পড়া শেষ করে গৃহিণী হয়ে জীবন যাপন করতে হয় অনেকের।  স্বভাবিক ভাবে ভাবলে মনে হবে এটাই মেয়েদের জীবন। সবার জীবন ই এমন হয়। কিন্তু যেই মেয়েটি অনেক স্বপ্ন নিয়ে কঠোর পরিশ্রম করে ভালো রেজাল্ট করে ভালো জব পেয়েও শুধু মাত্র সংসার এর জন্য ক্যারিয়ার এ সামনে এগুতে পারে না।  তারাই শুধু জানে এটা কতটা কষ্টের।  

কিন্তু মেয়েরা কি তাই বলে দমে যাবে? 

ফ্রিল্যান্সিং পেশা টি এমন একটি পেশা যেটা অাপনি ঘরে বসেই করতে পারবেন। বর্তমানে অনেক মেয়েরা,  অনেক মায়েরা,  অনেক গৃহিণীরা ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত হচ্ছেন।  দিন দিন এটি অারো জনপ্রিয় হয়ে উঠেছে। 

ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা যেটি অাপনি ঘরে বসেই করতে পারবেন। অাপনার সংসার,  সন্তান,  রান্নাবান্না সব কিছু সামলে যত সময়টুকু পাবেন সেই সময়টাতেই অাপনি ঘরে বসেই ইনকাম করতে পারবেন। 

কিন্তু অনেকেই ফ্রিল্যান্সিং এর নাম শুনলেও মনে মনে ভাবে ঘরে বসে অাবার কি কাজ করা যায়? অাবার নাকি ইনকামও করা যায়।  কি কাজ করে এরা ? 🤔

ফ্রিল্যান্সিং এর কাজ মূলত ইন্টারনেট ও ডিজিটাল মাধ্যম গুলো ব্যবহার করে ক্লায়েন্ট কে কাজ করে দেয়া যেমনঃ কারো অনলাইন বিজনেস এর জন্য প্রোডাক্ট  ডেসক্রিপশন কন্টেন্ট লিখে দিলেন। কারো ফেসবুক পেজ এর লোগো,  ব্যানার,  পোস্টকার্ড,  কাভার করে দিলেন।  ফেসবুক বুস্টিং,  এড ক্যাম্পেইন। এছাড়াও রয়েছে ভিডিও মেকিং। ইউটিউব চ্যানেল এ ভিডিও বানানোও  ফ্রিল্যান্সিং একটা অংশ হতে পারে।  ওয়েবসাইট তৈরি করা ডিজাইন ও ডেভেলপমেন্ট হতে পারে।  কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি,  সহ অারো অনেক অনেক কাজ রয়েছে। অাপনি চাইলে অাপনার করা গ্রাফিক্স ডিজাইন বিভিন্ন মার্কেটপ্লেস ছাড়াও ফ্রিপিক,  সাটারস্টোক এধরণের ওয়েবসাইট গুলোতেও সেল করতে পারবেন।  অাপনার ফেসবুক পেজ থেকেও অনেক কাজ পাবেন। 

এই কাজ গুলো করে দিলে ক্লায়েন্ট অাপনাকে বিকাশ,  কিংবা ব্যাংক   অথবা পেপেল, পেওনিয়ার একাউন্ট এর মাধ্যমে পেমেন্ট করবেন যা পরবর্তীতে উত্তোলন করতে পারবেন যে কোন সময়।  

এখন কথা হলো এ কাজ গুলো অাপনাকে শিখতে হবে,  জানতে হবে। অাপনি নিজে না জানলে অন্যকে কাজ করে দিবেন কিভাবে?  😊

অাপনার যদি ইচ্ছে থাকে,  অাগ্রহ থাকে তবে অাপনি ইউটিউব চ্যানেল দেখেও অনেক অাইডিয়া পাবেন। এছাড়াও অনেক ওয়েবসাইট এ কন্টেন্ট পড়েও শিখতে পারবেন। কিন্তু এজন্য অাপনার অনেক সময় লাগবে।  অাপনি যেহেতু জানেন না অাপনার কি শেখা লাগবে সেহেতু ইউটিউব চ্যানেল দেখে প্রোপার  গাইড লাইন পাবেন না ধারাবাহিক ভাবে। এছাড়াও কোন  কিছু না বুঝলে কাউকে জিজ্ঞেস করার মতো কেউ থাকবে না। 

তাই অাপনি ভালো কোন প্রতিষ্ঠান থেকে  কোন একটা বিষয় এ কোর্স করতে পারেন। 

এজন্য অাগে ভেবে দেখুন অাপনি কোন বিষয়ে ভালো বুঝেন কিংবা ভালো লাগে করতে সেটা খুজে বের করুন।   যেমনঃ

১. কন্টেন্ট রাইটিং
২. গ্রাফিক্স ডিজাইন
৩. ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
৪. এপস ডেভেলপমেন্ট
৫. সফটওয়্যার ডেভেলপমেন্ট
৬. ভিডিও মেকিং 
৭. ওয়েবসাইট ফর ফ্রিল্যান্সিং

এ বিষয় গুলোর যে কোন একটি কিংবা দুইটি বিষয় এর উপর নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারেন। 

এজন্য অাপনাকে অবশ্যই এক্সপার্ট লেভেল এর জ্ঞান অর্জন করতে হবে।  
শুরু তে ইনকাম এর কথা চিন্তা না করে নিজেকে দক্ষ করার দিকে ফোকাশ করতে হবে। 

অনেকে এ ভেবে ফ্রিল্যান্সিং করতে চান যে এখানে লাখ লাখ টাকা অায় করা যায়।🤑

অবশ্যই অায় করা যায় কিন্তু এজন্য অাপনাকে সময় দিতে হবে প্রচুর। কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অার কাজগুলো প্রফেশনাল ভাবে করতে জানতে হবে। এছাড়াও লাগবে ধৈর্য,  সততা,  কষ্ট করার মনমানসিকতা,  রাত জাগার অভ্যাস। নিজেকে ফাকি দেয়া যাবে না।  অার লাগবে অাপনার হাসব্যান্ড এর সার্পোট। তাহলে একদিন অাপনিও সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। তাহলে ভেবে দেখুন ঘরে বসে না থেকে ফ্রিল্যান্সিং করতে চান কিনা!!! 

লাগবে একটা ল্যাপটপ কিংবা ডেক্সটপ  অার নেট কানেকশন। অার যে কোন একটি বিষয়ে কোর্স। 


Zariq Ltd এ ফ্রিল্যান্সিং এর জন্য নিচের তিনটি বিষয়ের কোর্স  এ ভর্তি চলছে 

১. ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন কোর্স 👇
https://zariq.com.bd/training/11/creative-graphic-design-training/62f7e70aad406


২. ডিজিটাল মার্কেটিং 
https://zariq.com.bd/training/15/digital-marketing/62f7e70aad406

৩ ওয়েবসাইট ফর ফ্রিল্যান্সিং
https://zariq.com.bd/training/10/website-for-freelancing/62f7e70aad406


সকল নারীদের জন্য রইল শুভকামনা। 

বিপাশা জাহান বিপা
কন্টেন্ট রাইটার ও ট্রেইনার  @ Zariq

#freelancing 
# graphics_Design 
#website_for_freelancing 
#zariqbd
#zariqltd