Depot Dealer Management Software

Depot Dealer Management Software

কেন এই সার্ভিস ?

ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যারটি মূলত যারা ডিপো এবং ডিলার লেভেলে বিজনেস করে তাদের জন্য। 
যারা সরাসরি পণ্য উৎপাদন করে নিজেরাই প্যাকেটজাত করে থাকেন তারাও প্রডাকশন ফিচার সহ ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। 
কিংবা সরাসরি কোনো উৎপাদক এর কাছ থেকে কিনে এনে নিজেরাই নিজেদের ওয়্যার হাউজে এটি প্যাকেটজাত করে থাকেন। এর পর বিভিন্ন ডিপো বা ডিলার এর কাছে সেল করেন বা যারা সরাসরি ডিপোতে সেল করেন এবং প্রতিটি ডিপো থেকে ডিলার,ডিলার থেকে এস আর এর মাধ্যমে পণ্য টি সেল করেন তারাও এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। একটি পণ্য উৎপাদন থেকে শুরু করে দোকানে সেল করার জন্য যে সফটওয়্যার প্রয়োজন তার সকল ফিচার পাবেন এই সফটওয়্যারটিতে।যারা এই প্রক্রিয়া টি সহজ ভাবে পরিচালনা করতে চান তারা ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।   
এই  সফটওয়্যার সহজেই আপনার ব্যবসার বাই,সেল ও লাভ-ক্ষতি এর হিসাব সফটওয়্যার থেকে বের করতে পারবেন। তেমনি ডিলার ও এস.আর ব্যবস্থাপনা, ডিলার ও এস.আর এর বিক্রির হিসাব, টোটাল ক্রয়–বিক্রয়, মজুদ ব্যবস্থাপনা, পণ্য প্রস্তুতি ব্যবস্থাপনা, বিক্রয়-বিপণন-পরবর্তী ব্যবস্থাপনা, প্যাকিং এর হিসাব,  ফ্রি পণ্য গুলোর হিসাব রাখা,  অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাপনা ইত্যাদি কাজগুলোকে সহজ করে নিতে পারবেন এই একটি সফটওয়্যার ব্যবহার করে। সেই সাথে  জানতে পারবেন আজ কি পরিমান প্রোডাক্ট স্টকে জমা আছে। আপনার প্রতিটি ডিপোতে কি পরিমান সেল হয়েছে, কত জন এস.আর দৈনিক কত টাকার পণ্য সেল করেছে সকল হিসাব সহজেই রাখতে পারবেন ডিপো ডিলার সফটওয়্যার এর মাধ্যমে।  


ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার  কতটুকু লাভজনক ? এই সার্ভিস কি আপনার আসলেই প্রয়োজন? 

👉সঠিক ভাবে ব্যবসায়ের হিসাব রাখার জন্য ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার  খুবই গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে থাকে।  বর্তমান যুগ অনলাইন এর যুগ এখন আর খাতা কলমের কেউ হিসাব রাখে না।  এছাড়া খাতা কলমে হিসাব রাখলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এর থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সফটওয়্যার টি আপনার সময় অনেক বাঁচাবে সেই সাথে নির্ভুল হিসাব সম্পাদন করবে।  
👉এটি আপনার বিজনেস এর সকল হিসাব রাখতে পারবে খুব সহজেই। 
👉ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার এমন একটি সফটওয়্যার যেখানে কোম্পানির প্রায় সকল তথ্য থাকে বিস্তারিতভাবে। এ সফটওয়্যার এর মাধ্যমে খুব সহজেই যে কোন জরুরী তথ্য সবাই খুব সহজেই পেতে পারে। 
👉আপনার কোম্পানির সকল হিসাব এমনকি বিক্রয় এর সকল হিসাব  সহজেই রাখতে পারবেন এই সফটওয়্যার এর মাধ্যমে। আপনার সার্ভিস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে পারবে এই ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার। 
👉ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার যেকোন ব্যবসার উন্নতির জন্য একটি অপরিহার্য । 
👉ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার একটা প্রতিষ্ঠান বা ব্যবসায়ের এর জন্য নিঃসন্দেহে ভালো ভবিষৎ বয়ে আনবে। 

ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার কতটুকু লাভজনক বা  সুবিধা  কী কী ? 
👉স্বল্প খরচে  স্মার্ট সল্যুশন দিতে পারছে এই সফটওয়্যার।
👉কোম্পানি , প্রতিষ্ঠান এবং শপগুলোর ব্যবসায়িক যাবতীয় হিসাব নিকাশ করে দিবে এই সফটওয়্যার।
👉বিজনেসম্যান দের চিন্তামুক্ত করবে। এবং 
👉প্রাতিষ্ঠানিক ম্যানেজমেন্টের খরচ কমিয়ে দিবে অনেকাংশে।
👉খুব সহজেই সাপ্লাই ম্যানেজমেন্ট করতে পারবেন এই সফটওয়্যার ব্যবহার করে। 
👉খুব সহজেই ক্রয়–বিক্রয় ম্যানেজমেন্ট করতে পারবেন এই সফটওয়্যার ব্যবহার করে। 
👉খুব সহজেই ওয়্যারহাউজ ম্যানেজমেন্ট করতে পারবেন এই সফটওয়্যার ব্যবহার করে। 
👉যে কোন সময় যে কোন স্টক দেখতে পারবেন এবং ম্যানেজমেন্ট করতে পারবেন এই সফটওয়্যার ব্যবহার করে। 
👉বিক্রয়-বিপণন-পরবর্তী ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাপনা করতে পারবেন কোন হ্যাসেল ছাড়াই।
👉লাভ-ক্ষতি বের করতে পারবেন মুহুর্তেই
👉সকল ডিউ কালেকশন করতে পারবেন অনায়াসে।
👉সকল ডিপো ম্যানেজমেন্ট করতে পারবেন। 
👉সকল ডিলার ম্যানেজমেন্ট করতে পারবেন। 
👉সকল এস.আর ম্যানেজমেন্ট করতে পারবেন। 
👉শপ ম্যানেজমেন্ট করতে পারবেন। 
👉নষ্ট পণ্য গুলোর হিসাব রাখতে পারবেন। 
👉অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবেন খুবসহজেই । 
👉আপনার প্রতিটি ডিপোতে কি পরিমান সেল হয়েছে, কত জন SR দৈনিক কত টাকার পণ্য সেল করেছে সকল হিসাব সহজেই রাখতে পারবেন ডিপো ডিলার সফটওয়্যার এর মাধ্যমে। 


ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার কি কি কাজে লাগে চলুন দেখে নেই :

১। কোন ডিলার বা SR এর  কাছে কত বাকি আছে। প্রতিটি ডিপোতে মোট কত টাকা সেল হয়েছে ও বাকি আছে জানতে পারবেন খুব সহজে। 
২। প্রতিদিনের, মাসের, বছরের লাভের পরিমান জানতে পারবেন। ব্যবসার লাভ লস নিয়ে দুঃশ্চিন্তা করতে হবে না। আপনি চাইলে আয় বুঝে ব্যয় করতে পারবেন।
৩। কোন একজন ডিলার কোন তারিখে, কোন পন্য, কত দামে ক্রয় করেছিল, কত টাকা পেমেন্ট করেছে, কত টাকা বাকী ছিল ইত্যাদি জানতে পারবেন।
৪। একটা পণ্য বিক্রি করে কত টাকা লাভ হয়েছিল সাথে সাথে জানতে পারবেন। 
৫। সাপ্লাইয়ারের কাছ থেকে কোন পন্য, কত তারিখে, কত রেটে, কি পরিমান কিনেছেন, কত পরিশোধ করেছেন, কতটাকা বাকি  আছে খুব সহজেই দেখে নিতে পারবেন ও জানতে পারবেন।
৬।  এই মুহূর্তে আপনার স্টকে কি পরিমান পণ্য মজুদ আছে তা মাত্র এক ক্লিক করেই দেখে নিতে পারবেন। 
৭।  এ পর্যন্ত কত টাকার প্রোডাক্ট কিনেছেন কত টাকার পণ্য বিক্রি করেছেন তা জানতে পারবেন। 
৮। অনলাইন কিংবা অফলাইনে যে কোনো ভাবেই আমাদের সফটওয়্যার চালাতে পারবেন। 
৯।  প্রিন্টার এর মাধ্যমে রিসিট বা যে কোন স্টেটমেন্ট প্রিন্ট করতে পারবেন খুব সহজেই ।
১০। ধরুন আপনার কম্পিউটার এর কোন সমস্যার  কারণে যদি উইন্ডোজ  আবার নতুন করে সেটআপ দিতে হয় তবে আপনার তথ্যের কোনো ক্ষতি হবে না। 

কেন সবার থেকে আলাদা এই এই সফটওয়্যার ? 

আপনি যদি এখন ভাবেন ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার  নিবেন কোন এক আইটি কোম্পানি থেকে। তবে যে কোন ভালো আইটি কোম্পানি থেকে আপনি এই সেবা নিতে পারেন। তবে সবার থেকে আলাদা হবে আমাদের এই সেবা। আমাদের রয়েছে দীর্ঘ দিনের অভিজ্ঞতা এবং কোয়ালিটি সম্পন্ন সফ্‌টওয়্যার যা সময় উপযোগী।  


নিচের কারণগুলো ই যথেষ্ঠ এই সার্ভিস সবার থেকে আলাদা হতেঃ

ছোট,মাঝারি ও বড় ডিপো এবং ডিলার বিজনেস পরিচালনার জন্য হিসাব ও স্টক ম্যানেজম্যান্ট করতে  মানসম্মত ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার এর বিকল্প নাই।  ব্যবসাকে নিয়ন্ত্রন করতে একটি প্রফেশনাল ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার যথেষ্ট ভুমিকা রাখে। সফ্টওয়্যারটি কোনরূপ ট্রাবলশুট ছাড়া ব্যবহার করা সহ আর যা সহযোগিতা করবে:

👉আমাদের ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার টির ব্যবহার সহজ এবং বাজেট আনুকূল্য
👉আমাদের ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার টি মানসম্মত একাউন্টিং ও লাভ-ক্ষতি রিপোর্ট যেভাবে দেখতে চান সেভাবেই পাবেন। 
👉আমাদের ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার টির মাধ্যমে ডিলার এর  লেজার নিজের মতো কাস্টমাইজেবল। 
👉আমাদের ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার টির মাধ্যমে ডিলার ও  SR লেজার, পারসোনাল ইনফরমেশন যেমন ঃ ঠিকানা,  মোবাইল নাম্বার,  জিমেইল এর রেকর্ড রাখতে পারবেন। 
👉এই সফটওয়্যার এর মাধ্যমে প্রজেক্ট ও জব অনুযায়ী একাউন্টিং (যদি থাকে) তা রাখতে পারবেন।  
👉আমাদের ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার  টি প্রোডাক্ট ভিত্তিক ইনভয়েস সুবিধা দিবে। 
👉আমাদের ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার টির ইনভয়েস ডিজাইন নিজের মতো কাস্টমাইজেবল। 
👉আমাদের ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার  টি এরিয়া ও বিক্রয় প্রতিনিধি অনুযায়ী সেল্‌স রিপোর্ট দিবে। 
👉ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার  এর মাধ্যমে হার্ডকপি ডকুমেন্ট রেকর্ড সংরক্ষণ ট্রানজেকশন অনুযায়ী রাখতে পারবেন। 
👉ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার এর মাধ্যমে প্রতিটি পণ্যের বর্তমান বাজারমূল্য,  ট্রেড প্রাইজ,  ও কস্ট প্রাইজ আলাদা আলাদা এন্ট্রি করতে পারবেন।  


ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার এর বিশেষ সুবিধা ও ফিচার / কী কী ফিচার পাবেন বা এই সার্ভিস নিয়ে আপনি কী কী কাজ করতে পারবেন?

১। ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার সম্পূর্ণ একাউটিং, ইনভেন্টরি, পারচেজ, ওর্ডার , সেলস , প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন ইত্যাদি ম্যানেজমেন্ট নির্ভর একটি সফটওয়্যার।
২। ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার অনলাইন এবং অফলাইনে উভয় ক্ষেত্রেই চলবে।
৩।  ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার খুচরা, পাইকারি ব্যবসায় নগদ ও বাকীতে পণ্য কেনা-বেচার হিসাব ব্যবস্থা রয়েছে।
৪।  একসাথে একাধিক ডিপো, ডিলার  , সাপ্লায়ার  ও এস আর এর সাথে লেনদেন করার সুবিধা রয়েছে।
৫।  ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার প্রত্যেক শাখায় একাধিক ডিপোর মজুদপণ্য হিসাব করার সুবিধা রয়েছে।
৬।  এই সফটওয়্যার এর একাধিক ভাষায় পরির্বতন করতে পারবেন।
৭।  এই সফটওয়্যার এ একাধিক ওয়্যারহাউজ ম্যানেজমেন্ট করতে পারবেন। 
৮। এর মাধ্যমে একাধিক ডিপো শাখা থেকে ক্রয় বিক্রয় করার সুবিধা আছে।
৯।  কোন প্রকার হিডেন চার্জ ছাড়াই এটা ব্যবহার করতে পারবেন। 
১০। ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার প্রত্যেক পণ্যে একাধিক পরিমাপের একক নির্ধারন করার সুবিধা রয়েছে।
১১।  ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার পণ্যের স্টক শেষ হবার আগেই নোটিফিকেশন পাবেন।
১২। এই সফটওয়্যার এ অতি সহজেই বিক্রিত এবং ক্রয়কৃত পণ্য পরিবর্তন এবং ফেরত নেয়া যায়। এবং অবশ্যই এর সাথে সাথে সংশ্লিষ্ট পণ্যের ষ্টক এবং পার্টির একাউন্ট আপডেট হয়ে যাবে।
১৩। ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার পণ্যের মেয়াদউত্তীর্ণ হবার আগেই অটোমেটিক নোটিফিকেশন পাবেন।
১৪। এই সফটওয়্যার FIFO (First-In-First-Out) মেথডে ক্রয়-বিক্রয় এবং ক্রয়মূল্য নির্ধারন করার সুবিধা রয়েছে।
১৫। ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার সকল প্রকার প্রয়োজনীয় দৈনিক,মাসিক, বাৎসরিক এবং ডেট-রেঞ্জ রিপোর্ট সমুহ একাধিক সাইজে এবং বিভিন্ন লেআউটে প্রিন্ট করার সুবিধা রয়েছে।
১৬। বারকোড কাষ্টমাইজ করার সুবিধা রয়েছে।
১৭। এটি টাচ স্ক্রিন মনিটরে অপারেট করার সুবিধা রয়েছে। অর্থাৎ কোন কিবোর্ডের প্রয়োজন হবেনা।
১৮। ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার ব্যাচ/লট নাম্বার অনুযায়ী পন্য ক্রয়-বিক্রয়ের সুবিধা রয়েছে।
১৯। এই সফটওয়্যার ডকুমেন্ট লক এবং আনলক ব্যবস্থাপনার  সুবিধা রয়েছে।
২০। খুব সহজেই প্রশিক্ষনের মাধ্যমে আয়ত্ব করতে পারেন সফটওয়্যার পরিচালনা। 
২১। ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার সফটওয়্যারটি অনলাইন করতে কোন ডোমেইন এবং হোস্টিংয়ের প্রয়োজন নেই।
২২। ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার এ  প্রোডাক্ট মেট্রিক্সের সুবিধা রয়েছে।
২৩। এই সফটওয়্যার ক্লাউড ও লোকাল বেকাপ নেয়ার সুবিধা রয়েছে।
২৪। এটিতে বাকীর জন্য  ডিলার এবং শপ ওনার দের এস এম এস পাঠানোর সুবিধা রয়েছে।
২৫। একজন ডিলার,  SR বা  ডিপোর জন্য আলাদা আলাদা কত টাকা সেল করলো তার অটোমেটিক হিসাব রাখা যাবে। 
২৬।  ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার এর মাধ্যমে কোনো ডিলার কে বাকিতে পণ্য দিলে নির্দিষ্ট এমাউন্ট বাকি তে দেয়ার পর নোটিফিকেশন পাওয়া যায়।  
২৭।যে কোনো নির্দিষ্ট পণ্যের আলাদা আলাদা হিসাব রাখা যাবে। 
২৮। বছর শেষে লাভ ও ক্ষতির হিসাব ও করা যাবে খুব সহজে।  
২৯।  প্রতিটি ব্রাঞ্চ ও ডিপো ভিত্তিক আলাদা আলাদা হিসাব রাখা যাবে।  


ভবিষ্যতে কি কি অসুবিধা হতে পারে এবং সেটার সমাধান পাবেন কিভাবে?

আপনি যদি Zariq Ltd থেকে ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার নেন এবং সেটাকে টেস্টিং এর মাধ্যমে চেক করে নেন তবে আপনার খুব বড় কোন অসুবিধা হবে না। কেননা  সেল করার পরেও আমরা আপনার ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার টি  মেইন্টেনেন্স করবো। এর পরেও যদি কোন সমস্যা হয় তবে সেই সমস্যার সমাধান পাবেন আমাদের কাছ থেকে কোন রকম হ্যাসেল ছাড়াই। আমরা আপনাকে সার্ভিস দিয়েই সম্পর্ক শেষ করে দিচ্ছি না। সব সময় আমরাই আপনার ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার  এর দায়িত্বে থাকবো এবং যখন ই কোন সমস্যা হবে আমরা সমাধান করে দিব।  তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আপনার ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার এবং বিজনে নিয়ে। 


কেন জারিক লিমিটেড থেকেই ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট  সফটওয়্যার এর সেবা নিবেন  ?

Zariq থেকে ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার সেবা নিলে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির সার্ভিস এবং লাইফটাইম সাপোর্ট যা আপনাকে আপনার ক্যারিয়ারে এগিয়ে থাকতে সাহায্য করবে। 
Zariq এর সাপোর্ট সিস্টেম এতোটা ডেডিকেটেড যা আপনাকে সকল সমস্যা খুব দ্রুত সমাধান করতে সাহায্য করবে। আমাদের প্রতিটি সেবায়  থাকছেন এসিস্টেন্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার, সাপোর্ট ইঞ্জিনিয়ার, সাপোর্ট টিম লিড যা আপনাকে প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করবে। 

আমাদের ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার নিলে, আপনার শুধু ডাটা শেয়ারের দায়িত্ব
ক্লাউড ভিত্তিক, অনলাইনে রিপোর্ট যখন তখন, কম্পিউটার অথবা মোবাইল খরচ কমিয়ে আনবে, ভ্যাট-ট্যাক্স রিটার্নের জন্য নিয়মিত অডিট সহায়ক, প্রাইভেসি সুরক্ষিত থাকবে। 
 

তাহলে বিজনেস নিয়ে আপনার ভাবনা কি ? বেছে নিন আপনার প্রয়োজনীয় প্যাকেজ এবং কনফার্ম করুন। 
মার্কেট ডিমান্ড ও প্রফেশনাল ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট সফটওয়্যার নিতে নিতে যোগাযোগ করুন।

আমাদের আরো কিছু কোর ফিচার এবং ওয়ার্ক প্রসেসঃ

আপনি যদি এখনও সিদ্ধান্ত নিতে না পারেন কেন আমাদের কাছ থেকে ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট  সফটওয়্যার করবেন তবে এক নজরে দেখে নিন আমাদের আমাদের ডিপো-ডিলার ম্যানেজম্যান্ট  সফটওয়্যার এর আরো কিছু কোর ফিচার এবং ওয়ার্ক প্রসেসপ্রসেস।

How We Work

Our Process Style









Service for

FOR WHOM THIS SERVICE SUITS

01

Who make product. They can showcase and sale from online store.

02

For more reach to your customer and getting reliable to them

03

To sale online in widerange outside your area.

04

To sale online in widerange outside their area.

05

To sale online in widerange outside their area.

06

Electronic, Health, Home Appliances & Any Other Shop who want to cope with present world.

Our Client and Partner

Request a Free 30 Minutes Consulting Services