কেন এই সার্ভিস ?
বর্তমান যুগ অনলাইন এর যুগ। সবাই এখন অনলাইন ব্যবহার করছে ইচ্ছায় অনিচ্ছায়। দিন দিন এই ব্যবহারীর সংখ্যা বেড়েই চলেছে। যার ফলেও মানুষ অনলাইন থেকে কেনাকাটা শুরু করেছে আগের তুলনায় অনেক বেশি। দিন যত যাচ্ছে এই সেক্টর এ ক্রেতা এবং বিক্রেতা উভয়ই বাড়ছে। বিজনেস টিকিয়ে রাখতে হলে এখন অনলাইনকে অবজ্ঞা করে টিকিয়ে রাখা প্রায় অসম্ভয় হয়ে পরেছে এবং সামনের দিনে আরো কঠিন হয়ে পড়বে। তাই এই সময়ে যারা নিজেদের অনলাইনে প্রেজেন্স রাখতে পারছে তাদের সেল তত বেড়ে যাচ্ছে এবং যারা অনলাইনে নিজেদের অবস্থান ঠিক মত রাখতে পারছেন না তারা পিছয়ে পরছে।
বর্তমানে অধিকাংশ বিজনেসম্যান ই এখন অনলাইনে আসছে নিজের সেল বাড়ানো এবং বিজনেস টিকিয়ে রাখার জন্য। কিন্তু এই সেক্টর অধিকাংশ মানুষের জন্য নতুন এবং অজানা হওয়ার জন্য তারা সঠিক গাইডলাইন পাচ্ছেনা। তারা বুঝতে পারছে না কি কি ফিচার ইনক্লুড করে ওয়েবসাইট তৈরি করতে হবে। আবার বিজনেস যখন নেক্সট লেভেলে যাবে তখন সেই ওয়েবসাইট তার কাজে লাগবে কি না ? না আবার নতুন করে ওয়েবসাইট তৈরি করতে হবে। সেই ওয়েবসাইটে কি আর কিছু ফিচার ডেভেলপমেন্ট করে তার প্রয়োজন মিটবে ? না আবার নতুন করে করতে হবে। ওয়েবসাইট স্পিড কেমন হবে? সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট কিভাবে ভূমিকা রাখতে পারে? সিকিউরিটি হাই করতে কেমন ওয়েবসাইট লাগবে এবং তার বিজনেস হিসেবে তাকে কোন টেকনোলোজি বেছে নিতে হবে? এমন অনেক বিষয় আছে যা অধিকাংশ সাধারণ মানুষ না জেনেই একটা ওয়েবসাইট তৈরি করে নিচ্ছে যা তার বিজনেসে কোন ভূমিকা পালন করতে পারছে না। অধিকাংশ ওয়েবসাইট মার্কেটিং টুল ইন্টিগ্রেটেড না। যার ফলে অনেক কাস্টমারকে হারাচ্ছে প্রতিদিন। এমন অনেক বিষয় রয়েছে যার সঠিক সমাধান না জেনে মানুষ সেবা নিয়ে তার টাকা খরচ করছে কিন্তু এগিয়ে যেতে পারছেনা। আমাদের এই সার্ভিসের মূল উদ্যেশ্য হলো CSME বিজনেসম্যান কে সেই কনসালটেন্সি এবং সার্ভিস দেওয়া এবং সেই সাথে যারা অনেক বড় বিজনেস করছেন তারা যেন তাদের বিজনেস ডিজিটালি ট্রান্সফরম করতে পারে সেই সাপোর্ট দেওয়া।
কর্পোরেট ওয়েবসাইট কতটুকু লাভজনক ? বা ভবিষ্যৎ কি কর্পোরেট ওয়েবসাইট এর ?
কর্পোরেট ও ই কমার্স ওয়েবসাইট কে অনেকেই এক সাথে গুলিয়ে ফেলে। কর্পোরেট ও ই-কমার্স এর সাথে অনেক কিছু মিল থাকলে এদের উদ্দেশ্য কিন্তু এক নয়।
ই কমার্স ওয়েবসাইট তৈরী করা হয় বাণিজ্যিক ভাবে অনলাইন এ পণ্য কেনা বেচার করার জন্য। কিন্তু কর্পোরেট ওয়েবসাইট তৈরী করা হয় সরকারি অফিস আদালত , ও বিভিন্ন কর্পোরেট অফিস থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি গুলো তাদের সেবা অনলাইন এ সকলের মাঝে তুলে ধরতে।
কর্পোরেট ওয়েবসাইট এমন একটি ওয়েবসাইট যেখানে কোম্পানির প্রায় সকল তথ্য থাকে বিস্তারিতভাবে। এমন একটি ওয়েবসাইট এর মাধ্যমে খুব সহজেই যে কোন জরুরী তথ্য সবাই খুব সহজেই পেতে পারে।
আপনার কোম্পানির পরিচয় তুলে ধরতে আপনি কে , আপনার কোম্পানি কি ধরনের সেবা প্রদান করে থাকে, আপনার সার্ভিস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায় আপনার কর্পোরেট ওয়েবসাইট থেকে। কর্পোরেট ওয়েবসাইট আপনার পরিচিতি বাড়াতে সহায়তা করে। আপনার প্রতিষ্ঠানের জন্য কর্মী নিয়োগ থেকে শুরু করে যে কোন নিউজ সেখানে পাবলিশ করা যায়।
এটি গ্রাহক দেড় সাথে সরাসরি যোগাযোগ করার অন্যতম মাধ্যম।
যেখানে ব্যবহারকারীদের সেবা সম্পর্কে তথ্য প্রদান করা হয়। বিশেষ অফার , নতুন নতুন পণ্য সম্পর্কে ধারণা দেয়া হয়
একটি ওয়েবসাইট যেকোন ব্যবসার উন্নতির জন্য একটি অপরিহার্য উপাদান।
তাই আমরা সহজেই বলতে পারি কর্পোরেট ওয়েবসাইট একটা কোম্পানি বা অফিস এর জন্য নিঃসন্দেহে ভালো ভবিষৎ বয়ে আনবে।
এই সার্ভিস কি আপনার আসলেই প্রয়োজন? / কেন আমার একটি কর্পোরেট ওয়েবসাইট প্রয়োজন?
বর্তমান যুগে অনলাইন এর সাথে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই আপনার একটি কর্পোরেট ওয়েবসাইট থাকতে হবে।
আরো যে কারণে একটি কর্পোরেট ওয়েবসাইট প্রয়োজন তা হলো :
১। একটি মানসম্মত ওয়েবসাইট আপনার পণ্য বা সেবার সম্ভাব্য কাস্টোমারকে দিতে পারে পূর্ণাঙ্গ গাইডলাইন।
২। একটি ওয়েবসাইট আপনার কোম্পনির ২৪ ঘন্টার একজন স্টাফ হিসেবে কাজ করবে।
৩। একটি ওয়েবসাইট অসংখ্য কাস্টোমারদের বারংবার প্রশ্নের উত্তর দিতে পারে অনায়াসে এবং এমনকি বিক্রির মতো গুরুত্বপূর্ন কাজও সম্পূর্ন করবে নিখুঁতভাবে।
৪। আপনার বিজনেস এর নির্দিষ্ট এরিয়া না হয়ে হবে সমগ্র বাংলাদেশ বা পৃথিবী জুড়ে।
৫। আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ওয়েবসাইট আপনার কাস্টমার দের সেবা দিয়ে যাবে ২৪/৭ ।
৬। মানসম্মত একটি ওয়েবসাইট আপনাকে সেল বাড়াতে সাহায্য করবে।
৭। বিজনেস প্রমোশন করতে যে মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং করবেন সেটা করতে হবে সঠিকভাবে এবং এই বিষয়ে সঠিক গাইডলাইন এবং সাপোর্ট দিবে একটি মানসম্মত ওয়েবসাইট।
৮। আপনার ওয়েবসাইট আপনাকে বিজনেস এর ক্ষেত্র তৈরী করে দিবে।
৯। আপনার কোম্পানি কে ব্র্যান্ড রিকল মান বাড়াতে সাহায্য করবে।
১০। আপনার কর্পোরেট ওয়েবসাইট আপনার পণ্য কে ব্র্যান্ড এ পরিণত করতে সাহায্য করবে।
১১। একটি মানসম্মত কর্পোরেট ওয়েবসাইট আপনার কাস্টমারের আস্থা ও বিশ্বাস অর্জন করবে।
১২। কর্পোরেট ওয়েবসাইট আপনার সেবা কে কাস্টমারদের কাছে ডিসপ্লে করবে ২৪/৭।
১৩। কর্পোরেট ওয়েবসাইট থাকলে আপনি খুব সহজেই রিপিট গ্রাহক পাবেন।
১৪। কর্পোরেট ওয়েবসাইট এর মাধ্যমে আপনি আপনার সেবা কে দ্বিগুন বৃদ্ধি করতে পারবেন।
১৫। কর্পোরেট ওয়েবসাইট থাকলে আপনি গ্রাহকদের এনালাইসিস করতে পারবেন এবং আরো অনেক ডাটা কালেক্ট করতে পারবেন।
১৬। আপনার কোম্পানি কে অনেক বেশি স্মার্ট করে গড়ে তুলতে পারবেন।
১৭। কর্পোরেট অফিস গুলো কে উৎপাদন এবং সেবা সরবরাহের প্রক্রিয়াকে স্ট্রীমলাইন করার মাধ্যমে তাদের দক্ষতা উন্নত করতে সাহায্য করেছে।
১৮। গ্রাহক ও সেবা দান কারি উভয়ের জন্যই কর্পোরেট ওয়েবসাইট এর অনেক সুবিধা রয়েছে।
১৯। আপনার সাইটে গ্রাহকের প্রশংসাপত্র সহ সম্ভাব্য ক্রেতাদের প্রভাবিত করার এবং সামাজিক প্রমাণ প্রদান করার একটি দুর্দান্ত উপায় কর্পোরেট ওয়েবসাইট ।
কেন সবার থেকে আলাদা এই এই সার্ভিস ?
আপনি যদি এখন ভাবেন যে আপনি একটা কর্পোরেট ওয়েবসাইট তৈরি করে নিবেন কোন এক আইটি কোম্পানি থেকে তবে যে কোন ভালো কোম্পানি থেকে আপনি এই সেবা নিতে পারেন। তবে সবার থেকে আলদা হবে আমাদের এই সেবা।
নিচের কারণগুলো ই যথেষ্ঠ এই সার্ভিস সবার থেকে আলাদা হতেঃ
আপনি কর্পোরেট ওয়েবসাইট তৈরি করাবেন আপনার বিজনেস বাড়ানোর জন্য। আপনার বিজনেস বাড়াতে যে হেল্প আপনার লাগবে আমরা তা নিশ্চিত করি।
সঠিক গাইডলাইন দেওয়ার মাধ্যমে আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ করে দেই যেন আপনি বুঝতে পারেন আপনার কি প্রয়োজন।
সেল বাড়াতে বা সেল শুরু করতে কোন মার্কেট কে আপনি টার্গেট মার্কেট হিসেবে নিবেন তার জন্য সাপোর্ট দিয়ে থাকি।
কোন মার্কেটিং চ্যানেল বা কোন কোন মার্কেটিং চ্যানেল ঠিক করতে হবে সেল করার জন্য তা ঠিক করতে সাপোর্ট দিয়ে থাকি।
আপনার লক্ষ্য অর্জন করতে যেভাবে ওয়েবসাইটকে ব্যবসায় কাজে লাগাতে হবে সেভাবে সাপোর্ট দিয়ে থাকি।
হাই স্পিড যেন ঠিক থাকে সেভাবে কোড করে থাকি।
আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করবে তারা যেন আপনার ক্রেতা হন সেভাবে কাজ করে থাকি।
আপনি কি জানেন বর্তমান এ গ্রাহক রা আপনার সেবা কে অনলাইন এ খোঁজ করে ?
কাস্টমার রা এখন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার সেবা দেখতে ও কিনতে পারে অনলাইন এর মাধ্যমে। এটাই অনলাইন বিজনেস এর সবচেয়ে বড় ও মজার সুবিধা।
গুগল জরিপ এ দেখা গেছে ৩.৫ বিলিয়ন মানুষ এখন বিভিন্ন পণ্য ও বিভিন্ন বিষয় সার্চ করছে সার্চ ইঞ্জিন ব্যবহার করে। সবাই এখন ইন্টারনেট ব্যবহার করছে। তাহলে ভেবে দেখুন আপনার এলাকা কিংবা যে কোনো জায়গা থেকে অনলাইন এ যে সেবা টি খোঁজ করছে তারা মূলত কাকে খুঁজে পাবে ?
অবশ্যই তাকেই খুঁজে পাচ্ছে যার একটি ওয়েবসাইট বা অনলাইনে এক্টিভিটি আছে।
সুতরাং আপনার যদি একটি কর্পোরেট ওয়েবসাইট থাকে তবে আপনাকেই খুঁজে পেতে সাহায্য হবে অনেক বেশি। তাহলে বুজতেই পারছে কতটা গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট।
ওয়েবসাইট ছাড়া অনলাইন বিজনেস এর গুরুত্ব :
এক জরিপ থেকে জানা গেছে ৩০% কাস্টমার কর্পোরেট ওয়েবসাইট ছাড়া অনলাইন বিজনেস কে গুরুত্ত্ব দেয় না বা বিশ্বাস করে না।
আমরা এখন ডিজিটাল যুগে বাস করি এই সময় আপনার অনলাইন ভিত্তিক বিজনেস এর জন্য ওয়েবসাইট ই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কাস্টমারদের ট্রাস্ট বাড়াতে।
BTRC (Bangladesh Telephone Regulatory Commission) এর তথ্যানুসারে, জুন ২০১৯ এ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯৬.১৯৯ মিলিয়ন বা প্রায় ৯ কোটি ৬০ লক্ষ।
বর্তমান বাজার অনেক শীর্ষ-স্তরের ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি রয়েছে যেগুলো আপনাকে সেরা ওয়েবসাইট ডিজাইনের সাথে একটি ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করতে পারে। Zariq Ltd তাদের মধ্যে অন্যতম একটি, এটি আপনাকে মানসম্মত ওয়েবসাইট তৈরি করতে সহায়তা করবে। কর্পোরেট ওয়েবসাইটটি আপনার ব্যবসার জন্য একটি অনলাইন ঠিকানা হবে ভবিষ্যৎ এ । আপনার ব্যবসাকে সহজ এবং আকর্ষণীয় করতে সাহায্য করবে। আপনার অনলাইন ব্যবসার প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনাকে ওয়েবসাইট করতে হবে। অনলাইন উপস্থিতি আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়াবে ।
কী কী ফিচার পাবেন বা এই সার্ভিস নিয়ে আপনি কী কী কাজ করতে পারবেন?
যদি এক কথায় বলি তবে বলব মানসম্মত একটি ওয়েবসাইটে যা থাকে তার সকল কিছুই পাবেন আমাদের এই ওয়েবসাইটে। এরপরেও আরো কিছু ফিচার উল্লেখ করছি যেন আপনি আরো ভালোভাবে বুঝতে পারেন।
হাই স্পিড যেন ঠিক থাকে সেভাবে কোড করা। তাই স্পিড নিয়ে চিন্তা করতে হবে না।
এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট পাবেন আমাদের কাছ থেকে।
আমাদের ওয়েবসাইট হিউজ ট্রাফিক হ্যান্ডেল করতে পারবে। যার ফলে সাইট ডাউন হওয়ার সম্ভবনা নাই। কেননা আপনার রিয়েল টাইম ভিজিটর কেমন হবে সেটা এ্যানালাইসিস করেই আপনারা আপনার কাজ করে দিব।
লোড বেলেন্স খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটি ওয়েবসাইট এর জন্য। যা আমরা প্ল্যানে রেখেই কাজ করি। এতে যখন অনেক বড় ডাটাবেজ হলেও কোন সমস্যা হবে না।
সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ডাটার প্রাইভেসির জন্য। যা আমাদের ওয়েবসাইটে পাবেন।
আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করবে তারা যেন আপনার ক্রেতা হন সেভাবে ট্রেকিং করা হয়।
আমাদের এই কর্পোরেট ওয়েবসাইট এর মাধ্যমে কাস্টমার ম্যানেজমেন্ট করতে পারবেন আলদা কোন সফটওয়্যার ব্যবহার না করেই।
ওয়েবসাইট কিন্তু করে দিয়েই আমাদের কাজ শেষ না বছর জুড়ে মেইন্টেনেন্স কিন্তু আমরাই করি।
ভবিষ্যতে কি কি অসুবিধা হতে পারে এবং সেটার সমাধান পাবেন কিভাবে?
আপনি যদি ভালোভাবে একটা ওয়েবসাইট তৈরি করিয়ে নেন এবং সেটাকে টেস্টিং এর মাধ্যমে চেক করে নেন তবে আপনার খুব বড় কোন অসুবিধা হবে না। কেননা সেল করার পরেও আমরা আপনার ওয়েবসাইট মেইন্টেনেন্স করি। এর পরেও যদি কোন সমস্যা হয় তবে সেই সমস্যার সমাধান পাবেন আমাদের কাছ থেকে কোন রকম হ্যাসেল ছাড়াই। আমরা আপনাকে সার্ভিস দিয়েই সম্পর্ক শেষ করে দিচ্ছি না। সব সময় আমরাই আপনার সাইট মেইন্টেনেন্স এর দায়িত্বে থাকবো এবং যখন ই কোন সমস্যা হবে আমরা সমাধান করে দিব। তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আপনার ওয়েবসাইট নিয়ে।
এরপরেও যদি আপনার মনে হয় কেন আমাদের থেকেই এই সার্ভিস নিবেন ?
আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস টিম আপনাকে গ্রাহকের ইন্সাইট, মার্চেন্ডাইজিং স্ট্রেটেজি, টেকনোলোজি, সাপ্লাই চেইন এবং ডিজিটাল মার্কেটিং স্ট্রেটেজি প্রদান করবে যেন আপনি একজন সফল কর্পোরেট বিজনেসম্যান হতে পারেন। এই একটি কারণ ই যথেষ্ঠ আমাদের সার্ভিস নেওয়ার জন্য।
এরপরেও যদি আপনার মনে হয় কেন আমাদের থেকেই এই সার্ভিস নিবেন তবে আমাদের আরো কিছু বিষয় জেনে নিন।
আমাদের কর্পোরেট ওয়েবসাইট এর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত কাস্টমার খুজে পাবেন সহজেই।
আপনার লিড জেনারেশনে সাহায্য করবে এমন কাজ আমরা করে দিচ্ছি।
আমাদের ওয়েবসাইট এসইও সার্ভিস আপনাকে অর্গানিক কাস্টমার পেতে সাহায্য করবে।
আপনার প্রফিট করতে সাহায্য করাই হলো আমাদের মূল লক্ষ্য।
পুরাতন কাস্টমার যেন রিপিট হয় এবং রিপিট কাস্টমার যেন লয়াল হয় সেই বিষয়ে সাহায্য করা হলো আমাদের অন্যতম দায়িত্ব।
ইমেইল মার্কেটিং এর মাধ্যমে কিভাবে আপনি সেল বাড়াবেন সেই সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে।
আপনার ওয়েবসাইট ভিজিট করা কাস্টমারকে সহজেই ট্রেকিং করে তাকে কাস্টমারে পরিনত করতে কাজ করে যাচ্ছি আমরা।
আপনার কম্পিটিটর এনালাইসিস করতে সাপোর্ট পাবেন আমাদের কাছে।
মূলকথা আপনার সেল বাড়ানো থেকে শুরু করে আপনার কোম্পানিকে একটা ব্র্যান্ড এ পরিণত করতে যা সাপোর্ট লাগবে তার সবই পাবেন আমাদের কাছ থেকে।
বাস্তবসম্মত এবং সাশ্রয়ী মূল্যের মূল্য পরিশোধ করে পাবেন সবচেয়ে ভালো সেবা।
অভিজ্ঞ ডিজাইনার এবং ডেভেলপার এর মাধ্যমে আমারা ওয়েবসাইট তৈরি করি।
অভিজ্ঞ ডিজাইনার এবং ডেভেলপার এর মাধ্যমে আমাদের ওয়েবসাইট তৈরি করার কারণে বাগ এবং এরর ফ্রি থাকে আমাদের ওয়েবসাইট।
আমরা আপনাকে কোটেশন দিব সম্পূর্ণ ফিচার এবং টেকনোলোজি সমন্বয় করে যেন আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারেন আপনার ওয়েবসাইট কি কি ফিচার রাখবেন এবং সেটার জন্য কোন টেকনোলোজি ব্যবহার করবেন।
কাস্টমার হিসবে আপনাকে সন্তুষ্ট করাই হবে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব।
আমাদের আরো কিছু কোর ফিচার এবং ওয়ার্ক প্রসেসঃ
আপনি যদি এখন সিদ্ধান্ত নিতে পারেন আমাদের কাছ থেকে ই-কমার্স ওয়েবসাইট করবেন তবে ভালো আর না হলে এক নজরে দেখে নিন আমাদের আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের আরো কিছু কোর ফিচার এবং ওয়ার্ক প্রসেসপ্রসেস।
Your website should be a direct reflection of your business and your brand
Your website should be a direct reflection of your business and your brand
place key information in plain site, in an area thatʼs easily accessible
place key information in plain site, in an area thatʼs easily accessible
Your website has about 1/10th of a second to impress your visitor
Your website has about 1/10th of a second to impress your visitor
No bulky code here without sacrificing website performance..
No bulky code here without sacrificing website performance..
We ensure SEO-friendly code that keeps you ahead of your competition.
We ensure SEO-friendly code that keeps you ahead of your competition.
All of our designs are 100 percent mobile responsive for phone and tablet.
All of our designs are 100 percent mobile responsive for phone and tablet.
We’re the premier website design and development agency.
We’re the premier website design and development agency.
A totally custom site with the design and functionality you want.
A totally custom site with the design and functionality you want.
Electronic, Health, Home Appliances & Any Other Shop who want to cope with present world.
I Have No Words To Explain The Magnificent And Professional Work That Zariq Limited Has Done For Me.They Totally Understood And Definitely Did A Striking Website For Me. They Are Just Amazing!!!
They Are Very Dedicated And Helpful. I Have No Words To Explain The Professional Work That Zariq Ltd Has Done For Me.
They are very Professional Work and they fulfil our requirement which we wanted. They Are Very Dedicated And Helpful. We wish them all the best.
Corporate web design refers to the layout and presentation of various features present within an online platform for represent information, customer feedback, tracking and more. The web design element is what distinguishes different platforms from one another in terms of aesthetics and visual appeal. Without a unique and sophisticated Corporate web design, customer retention is nearly impossible.
The first thing to note is that Corporate web development is not a short-term game. It’s a long process of constant updates and maintenance by the web development experts hired. So, it’s important to remember that if you have a budget to hire well established web development agencies, that’s exactly what you should do. While choosing a web development agency, it’s important to look into their previous work. Hire an agency that has already worked on Corporate sites for your particular industry. Hiring a web agency that has experience in your field can help you as they would have already made mistakes with previous clients and learnt from them. This will help save you time and will get you to your goals faster.
Well, the costs vary from agency to agency. The bigger the firm, the higher the cost. However, there are certain factors that come into play here. They have been listed below for your reference. Design Functionality Marketing and SEO Integration Company Selection Programming Depending upon the size and complexities, these web design services can cost anywhere between $40,000 to $75,000 if you really go all out.
The final features would be reflective of your requirement. The features are only indicative of what we can offer in a custom Corporate solution. Home, About, Contact, Blog,Service or Product, Gallery, Team, Reporting and Analytics, Fulfilment Repricing.
We provide Digital Business Web Application in the form of Corporate solutions.
Yes, You will find us in every step that we are Experienced and Professional
Here are problems with off-the-shelf alternative in the market Difficult to Customize Paying for Unwanted Features Lack of Extensibility Product or Service Improvements Lack of Product or Service Improvements Limited Third-Party Integrations
Just go to contact page and send us a massage to make an Appointment