গ্রাফিক্স ডিজাইন কোর্স
কেন এই কোর্স ?
বেকার, ছাত্র ছাত্রী, গৃহিণী, বিজনেসম্যান সবার কথা চিন্তা করেই আমাদের এই পথচলা.........
* বর্তমানে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে। চাকরি পাওয়া যেন সোনার হরিণ হয়ে গেছে। ঘরে ঘরে শিক্ষিত এর সংখ্যা যেমন বাড়ছে তেমনি তাল মিলিয়ে বাড়ছে শিক্ষিত বেকার এর সংখ্যা। তাই বেকারত্বের গ্লানি দূর করতে যুবক যুবতীরা এখন ঝুঁকছে ফ্রিল্যাংসিং এর দিকে। বর্তমান বিশ্বে উন্নত দেশগুলোতেও ফ্রিলান্স্যার এর সংখ্যা অনেক। বাংলাদেশেও দিন দিন এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফ্রিল্যাংসিং এর মাধ্যমে ইনকাম করে আপনি স্বাবলম্বী হতে পারবেন এবং এর জন্য অন্যতম মাধ্যম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন । মার্কেটপ্লেস এ প্রতিদিন হাজার হাজার জব অফার করা হচ্ছে ডিজাইনের উপর। এ কাজ গুলো করে ঘরে বসেই আপনি হাজার হাজার বৈদেশিক মুদ্রা আয় করতে পারবেন। গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিংয়ে নিজের ক্যরিয়ার ভালোমতোই গড়ে তুলতে পারেন এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে হতে পারেন একজন সফল ফ্রিলান্স্যার।
আমাদের দেশে লাখ লাখ তরুণ তরুণী আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট লেভেলে লেখাপড়া করছেন। তাদের মধ্যে অনেকেই আছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বা প্রাইভেট ভার্সিটির । যাদের মধ্যে অনেকেই নিজের খরচ নিজে বহন করতে পারছেন না ভালোভাবে। তারা চাইলে গ্রাফিক্স ডিজাইন শিখে লোকালি বা গ্লোবালি কাজ করতে পারেন খুব সহজেই।
আমাদের দেশে এবং দেশের বাহিরে অনেক গৃহিণী আছেন যারা অনেক লেখাপড়া করেও ঘরে বসে আছেন। লেখাপড়া শেষ করে সংসার , সন্তান এর জন্য চাইলেও বাহিরে যেয়ে কিছু করতে পারছেন না। যারা এমন আছেন তারা চাইলে একটু পরিশ্রম করে গ্রাফিক্স ডিজাইন কোর্স করে ঘরে বসেই ইনকাম করার যুযোগ পাবেন।
* আপনি যদি ব্যবসায়ী হন তবে বর্তমান প্রতিযোগিতা মূলক বাজার এ টিকে থাকতে হলে নিজেকে অন্যদের থেকে আলাদা করে তুলে ধরতে হবে এবং এর জন্য প্রয়োজন নিজ পণ্যের মার্কেটিং এবং ব্রান্ডিং। একটি বিজনেস যত ছোট বা বড় হোক না কেন মার্কেটিং এর কোন বিকল্প নেই । আর এই মার্কেটিং এবং ব্রান্ডিং করার জন্য আপনার প্রয়োজন হবে গ্রাফিক ডিজাইন এর কাজ। আপনি যদি ছোট বিজনেস করেন তবে প্রতিদিন আপনি যে কাজগুলো করবেন মার্কেটিং এবং ব্র্যান্ডিং করার জন্য তা করাতে অনেক টাকা খরচ করতে হবে যা ছোট বিজনেস হিসেবে আপনার অনেক কষ্ট হবে। কিন্তু আপনি যদি নিজেই গ্রাফিক্স এ দক্ষতা অর্জন করতে পারেন তবে শুরুতে খুব ভালোভাবে মার্কেটিং করতে পারবেন কোন ডিজাইন খরচ ছাড়াই।
কাদের জন্য এই কোর্স?
আমাদের উপরের কথা গুলো পড়ার পর খুব সহজেই বুঝতে পেরেছেন এই কোর্স কাদের জন্য। এই কোর্স টি ক্রিয়েট করার মূল উদ্যেশ্য হলো একজন মানুষকে সফল গ্রাফিক্স ডিজাইনার হিসাবে গড়ে তোলা যার মাধ্যমে একজন ট্রেইনি কাজ শিখে লোকাল মার্কেটে বা ফ্রিল্যান্সিং করে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন।
এরপরে আরও যারা এই কোর্স টি করতে পারবেনঃ-
আপনি যদি একজন স্টুডেন্ট হন পড়াশোনার পাশাপাশি বাড়তি ইনকাম করতে চাইলে এই কোর্স টি আপনাকে সেই সাপোর্ট দিবে।
আপনি যদি লেখাপড়া শেষ করে সংসার , সন্তান এর জন্য চাইলেও বাহিরে যেয়ে কিছু করতে পারছেন না তবে এই কোর্স করে ঘরে বসেই ইনকাম করতে পারবেন।
আপনি যদি বর্তমান কাজ বা জবের পাশাপাশি বাড়তি কিছু ইনকাম করতে চান।
আপনি যদি একজন দক্ষ ফ্রিল্যান্সার হয়ে ক্যারিয়ার গড়তে চান তবে গ্রাফিক্স ডিজাইন শিখে ক্যারিয়ার গড়তে পারবেন খুব সহজেই।
আপনার নিজের যদি বিজনেস এর লোগো , ব্যানার নিজেই করতে চান ।
আপনি যদি বর্তমান কাজের পাশাপাশি বাড়তি কিছু আয় করতে চান।
আপনি যদি নিজের বিজনেসকে ডিজিটালি ট্রান্সফরম করতে চান।
আপনি যদি নিজের বিজনেসকে কম্পিটিটরদের থেকে এগিয়ে রাখতে চান।
যারা ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং-এ আগ্রহী।
যারা নিজের এরিয়ার বাইরে এসে অনলাইনে শক্ত অবস্থান করতে চান ৬৪ জেলায় এবং চাইলে দেশের বাইরেও।
যে কেউ এই কোর্স এ অংশগ্রহণ করতে পারবেন । কারণ আমরা একেবারে ব্যাসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত শিখাবো এবং প্রজেক্ট আকারে কোর্স করাবো। সেই সাথে থাকছে লাইফ টাইম সাপোর্ট ।
কেন সবার থেকে আলাদা এই কোর্স?
এটা এমন একটা কোর্স যেটাতে আপনি এনরোল করার পর একদম ব্যাসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যাবার জন্য যতটুকু শেখা দরকার এবং যেভাবে এগিয়ে গেলে এই ফিল্ডে ভালো করা যায় তার সবটুকুই থাকছে এই কোর্স এ।
আরো কিছু কারণ জানতে নিচে দেখুনঃ-
এই কোর্স টি যেহেতু একদম ব্যাসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যাবার জন্য সকল ধরনের ইন্সট্রাকশন ও লাইভ ক্লাস হচ্ছে এবং সেই সাথে কিভাবে ইনকাম করা যায় লোকাল মার্কেটে এবং ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে তাই এখানে কোর্স কো-অর্ডিনেটর থাকবেন যারা এই কোর্স এবং স্টুডেন্ট এর সার্বক্ষণিক খোঁজ খবর নিবেন এবং সে হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন যেন সবাই ভালো করতে পারে।
ট্রেইনারবৃন্দ ক্লাস নিবেন এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্য এসিস্টেন্ট ট্রেইনারবৃন্দ থাকবেন।
ক্লাসের হোমওয়ার্ক এবং এসাইনমেন্ট দেওয়া, বুঝিয়ে দেওয়া, এবং সময় মত আদায় করার জন্য থাকবেন সাপোর্ট ইন্সট্রাকটরবৃন্দ।
স্টুডেন্ট যেন তার সমস্যার সমাধান দ্রুত করতে পারেন তার জন্য থাকবেন এসিস্টেন্ট ইন্সট্রাকটর ও সাপোর্ট ইন্সট্রাকটর ।
প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত লাইভে থাকবেন সল্যুশন বক্সের টিম মেম্বাররা যারা যেকোনো সমস্যার সাথে সাথে সমাধান নিয়ে কাজ করবেন।
ওয়েল অর্গানাইজ ক্লাস মডিউল, শিডিউল। নির্দিষ্ট সময়ে ক্লাস নেওয়া, এসাইনমেন্ট জমা দেওয়া এবং নেওয়া, কুইজ, এক্সাম এবং এক্সাম এর উপর সল্যুশন ক্লাস।
লাইভ সেশনে থাকবেন কোর্স কো-অর্ডিনেটর এর বিশেষ ক্লাস।
থাকবে কন্সেপচুয়াল সেশন।
এই কোর্সের মডিউল, উদাহরণ, বাংলাদেশ, দেশের বাহিরের সার্বিক অবস্থা বিবেচনা করে এই করা হয়েছে।
প্রতিজন ট্রেইনার ই একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট। তাই তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্লাস নিবেন বাস্তব সম্মত। উল্লেখিত বিষয় গুলো ছাড়াও থাকবে আরও অনেক কিছু!!!
কি শিখানো হবে এই কোর্সে?
এই কোর্স হচ্ছে এমন একটি কোর্স যা একজন স্টুডেন্টকে একদম ব্যাসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যাবার জন্য যতটুকু শেখা দরকার এবং যেভাবে এগিয়ে গেলে এই ফিল্ডে ভালো করা যায় তার সবটুকুই শেখানো হবে তাই সে লোকাল মার্কেট বা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস যে কোন জায়গায় খুব সহজেই কাজ করতে পারবেন।
সেই কাজগুলো কিছু নিচে দেখুন-
কিভাবে ইমেজ এডিটিং করে আরো সুন্দর করে কালার ম্যাচ বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় তার উপায়।
কিভাবে প্রফেশনাল ব্যানার ডিজাইন করা যায় তার উপায়।
কিভাবে প্রফেশনাল অ্যাড ডিজাইন করা যায় তার উপায়।
কিভাবে প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন করা যায় তার উপায়।
কিভাবে প্রফেশনাল ফ্লায়ার ডিজাইন করা যায় তার উপায়।
কিভাবে প্রফেশনাল ফেস্টুন ডিজাইন করা যায় তার উপায়।
কিভাবে প্রফেশনাল পোস্টকার্ড ডিজাইন করা যায় তার উপায়।
কিভাবে প্রফেশনাল লোগো ডিজাইন করা যায় তার উপায়।
ফটোশুট এর পর আপনার ফেস বা প্রোডাক্ট এর স্পটগুলো খুব সহজেই রিমুভ করে আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন এই কোর্স এর পর।
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আরো উন্নত করতে ইমেজ এডিটিং কিভাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা শিখতে পারবেন।
কিভাবে ডিজাইন করলে বিজনেসকে ফেসবুকে একটি পাওয়ারফুল ব্র্যান্ড তৈরি করা যায় তার উপায়।
কিভাবে ডিজাইন করলে বিজনেসকে গুগলে একটি পাওয়ারফুল ব্র্যান্ড তৈরি করা যায় তার উপায়।
কিভাবে ডিজাইন করলে ইমেইল মার্কেটিং এ ভালো ফলাফল পাওয়া যায় তার উপায়।
কিভাবে ডিজাইন করলে ইউটিউবে এ ভালো ফলাফল পাওয়া যায় তার উপায়।
কিভাবে ডিজাইন করলে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে কর্পোরেট ওয়ার্ল্ড এ নিজের ব্র্যান্ড এর শক্ত অবস্থান তৈরি করা যায় তার উপায়।
কিভাবে নিজের বিজনেস প্ল্যান এ ভালো ডিজাইন এড করে ইনভেস্টরের কাছে উপস্থাপন করা যায় তার উপায়।
কিভাবে নিজের বিজনেসের জন্য একটা প্রোফাইল রেডি করা যায় তার উপায়।
কাস্টমারদের আরও আকর্ষন করার জন্য ডিজাইন স্ট্রাটেজি কীভাবে ডেভেলপ করা হয় তার উপায়।
কিভাবে ডিজাইন করলে ফেসবুকে আরও বেশি ফলোয়ার, রিচ এবং এংগেইজমেন্ট বাড়ানো যায় তার উপায়।
অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডবি ইলাস্ট্রেটর শিখতে পারবেন এই কোর্স থেকে।
এছাড়াও অনলাইন ও অফলাইন এ প্রেজেন্স, প্যাশন, প্রফেশনালিজম, ট্রাস্টওয়ারদিনেস বিষয়ক টিপস ও ট্রিক্স থাকছে এই কোর্সে।
গ্রাফিক্স ডিজাইন এর ভবিষ্যৎ কি ?
বর্তমান যুগ ডিজিটাল যুগ, যুগের পরিবর্তনে সবকিছুই এখন আধুনিক হয়েছে , সেই সাথে গ্রাফিক্স ডিজাইন ও ডিজাইনারের চাহিদাও বাড়ছে দিন দিন ।
*ডিজাইনের চাহিদা থাকবে সবসময়। বর্তমানে আমাদের কাজ গুলো রোবটিক হয়ে যাচ্ছে।
আপনি নিশ্চিত থাকতে পারেন যে ডিজাইনের জন্য এখনও ক্রিয়েটিভিটি এবং হিউম্যান থিঙ্কিং এর প্রয়োজন। রোবট শুধু মাত্র কমান্ড এবং ফিক্সড ডাটার উপর নির্ভর করে কাজ করে। তাই গ্রাফিক্স ডিজাইনের চাহিদা এতো দ্রুত শেষ হচ্ছে না।
** গ্রাফিক্স ডিজাইনের চাহিদা শুধুমাত্র ষ্টুডিও তে না এর মূল্যায়ন সব জায়গায়।
গ্রাফিক্স ডিজাইন এমন কিছু যা ছাড়া কোন ব্যাবসা চালানো সম্ভব না । যে কোন ব্যাবসার প্রচার প্রচারনা , উপস্থাপন , সাজানোর জন্যও গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন । যদি আপনি একটি প্রতিষ্ঠানের উপর সন্তুট না হন , তবে আপনি ফ্রিল্যান্সার হিসেবে অন্য প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারেন , যোগ দিতে পারেন ইন্টারন্যাশনাল টিমে ।
অন্যান্য সকল পেশা থেকে গ্রাফিক্স ডিজাইন পেশাটি ঝামেলা মুক্ত এবং বেশ নিরাপদ এবং সাথে সম্মান জনক । বর্তমান বাজার চাহিদা অনুযায়ী গ্রাফিক্স ডিজাইনারের কাজের অভাব খুব কমই হয় অনেকেরই মনে প্রশ্ন থাকে , অন্য সব পেশা থাকতে আমি কেন গ্রাফিক্স ডিজাইন শিখবো?
*এখানে একদিকে যেমন ভালো ইনকাম করতে পারবেন এবং অন্যদিকে প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে পারবেন। নিজের কাজ থেকে এমন কি অন্যের কাজ দেখেও নিত্যনতুন আইডিয়া পাবেন। গ্রাফিক্স ডিজাইনের শুরু থেকে শেষ নতুনত্বে ভরা। আপনাকে যুগের সাথে সাথে আপডেট হতে হবে।
গ্রাফিক্স ডিজাইন শিখতে কতদিন লাগবে?
কত দিন লাগবে সম্পূর্ণ নির্ভর করবে আপনার গ্রহণযোগ্যতার ওপর। আপনি যত তাড়াতাড়ি গ্রহণ করতে পারবেন ঠিক ততো তাড়াতাড়ি আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন।
মাত্র এক মাস যদি আপনি প্রতি দিন ৫/৬ ঘন্টা সময় দিয়ে শিখে আরো ৪/৫ মাস প্রাকটিস করেন তবে গারান্টি দিয়ে বলছি আপনি মিড লেভেলের একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। তবে কেউ হয়তো এর চেয়ে কম সময়ে বেশি ভালো করতে পারবেন বা কারো এর চেয়ে বেশি সময় লাগতে পারে। সাধারণত ৪/৬ মাস সময় লাগে এই কাজ শিখতে। সাধারণত যে কোর্স গুলো করা হয় তা ৭২ ঘন্টা স্ট্যান্ডার্ড করে করা হয়। এমন একটা কোর্স শেষ করতে সময় লাগে ৩/৪ মাস। আপনি যদি ৬ মাস ভালোভাবে কাজ করেন তবে মিডলেভেলে স্কিল্ড হতে পারবেন যা দিয়ে কাজ শুরু করা কোন অসুবিধা হবে না। এরপর যত বেশি সময় দিবেন তত বেশি শিখতে পারবেন। শেখা যখন বেশি হবে তখন ইনকাম এর পরিমাণও বাড়তে থাকবে।
গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি কি কি করতে পারবেন? ভবিষ্যতে কি কি ক্যারিয়ার অপর্চুনিটি পাবেন এই কোর্স করে :
গ্রাফিক্স ডিসাইনার হতে পারবেন।
ক্রিয়েটিভ ডিরেক্টর হতে পারবেন।
ক্রিয়েটিভ এক্সেকিউটিভে হতে পারবেন।
ব্র্যান্ড প্রোমোটার হতে পারবেন।
ফটোশপ আর্টিস্ট হতে পারবেন।
লোগো ডিসাইনার হতে পারবেন।
টি-শার্ট ডিসাইনার হতে পারবেন।
ইলাস্ট্রেটর আর্টিস্ট হতে পারবেন।
গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি ফ্রিল্যান্সিং এ কাজ করতে পারবেন,
আপনি আইটি সেক্টর এ জব করতে পারবেন।
বড় কোন কোম্পানির গ্রাফিক্স ডিজাইনার হয়ে জব পারবেন।
আপনি আপনার নিজের কিংবা অন্য যে কোন ব্যাবসার সকল ডিজাইন লোগো, ব্যানার, ওয়েবসাইট ইন্টারফেস ডিজাইন করতে পারবেন।
ফ্রিল্যান্সিং এ গ্রাফিক্স নিয়ে কাজ করার সুযোগ কেমন?
বর্তমান বিশ্বে উন্নত দেশগুলোতে ফ্রিলান্স্যার এর সংখ্যা অনেক।
বাংলাদেশেও দিন দিন এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
বর্তমান যুগের যুবক যুবতীদের ব্যপক আগ্রহ রয়েছে ফ্রিল্যান্সিং এর প্রতি।
ফ্রিল্যান্সিং এ ভাল করতে হলে আপনাকে কোন একটা বা একাধিক বিষয়ে স্কিল্ড হতে হবে। স্কিল্ড ডেভেলপমেন্ট এর সাথে দরকার সঠিক গাইডলাইন। সঠিক গাইডলাইন না হলে ফ্রিল্যান্সিং এ সফল হওয়া এবং সফল হয়ে টিকে থাকা অপনার জন্য কষ্টকর হয়ে পড়বে।
ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য বিভিন্ন সেক্টর রয়েছে। তার মধ্যে একটি চমৎকার সম্ভাবনাময় সেক্টর হলো গ্রাফিক্স ডিজাইন। এর মাধ্যমে আপনি লোকাল মার্কেটে কাজ করতে পারবেন এবং সেই সাথে ফ্রিল্যাংসিং মার্কেটপ্লেসে এর চাহিতা অনেক হওয়ায় সেখানেও কাজের ভালো সুযোগ পাবেন।
তবে, আপনি যদি ক্রিয়েটিভ মাইন্ড এর হোন তাহলে গ্রাফিক্স ডিজাইন আপনার জন্য সফলতা বয়ে আনবে খুব তাড়াতাড়ি।
একবার ভালো দক্ষতা অর্জন করতে পারলে আপনাকে ঘুরে দাড়াতে আর বেগ পেতে হবে না। মাসে ২০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা + অনায়াসে ইনকাম করতে পারবেন।
কি কি লাগবে গ্রাফিক্স ডিজাইন শিখতে?
ইচ্ছাশক্তি এবং কাজের প্রতি অদম্য ভালোবাসা। আপনার শুধুমাত্র শেখার ইচ্ছা এবং সংকল্প থাকতে হবে। একটি ভালো মানের কম্পিউটার। ইন্টারনেট কানেকশন। সফটওয়্যার, কোর্স করার মানসিকতা এবং অল্প কিছু অর্থ ব্যয়ের ইচ্ছাশক্তি।
মোবাইল দিয়ে কি গ্রাফিক্স ডিজাইন শিখা যাবে?
অনেকের মনে প্রশ্ন জাগে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শেখা যায় না অথবা কাজ করা যায় না? আপনার মনে এ ধরনের কোনো প্রশ্ন থাকলে আমি বলব সরাসরি না। কারণ একটি কম্পিউটার আপনাকে যে সার্ভিস প্রদান করবে সেটি কিন্তু মোবাইল করতে পারবে না। মোবাইল আর কম্পিউটার সম্পূর্ণ আলাদা দুটি ডিভাইস। তবে মোবাইল দিয়ে আপনি ব্যাসিক অনেক গ্রাফিক্স এর কাজ করতে পারবেন বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে। আপনার কাজে গতি আনতে হলে ভালো মানের ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে কাজ করতে হবে।
কিভাবে এবং কোন জায়গা থেকে শিখবেন গ্রাফিক্স ডিজাইন?
কিভাবে শিখবেন গ্রাফিক্স ডিজাইনঃ
আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চান অথবা আপনি যদি আপনার ক্যারিয়ার হিসেবে গ্রাফিক ডিজাইন বেছে নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই গ্রাফিক ডিজাইনের ওপর সৃজনশীলতা এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে। এটার জন্য আপনাকে কোর্স করতে হবে। এটি কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় যে কোর্স ছাড়া আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবহার করে গ্রাফিক ডিজাইনার হতে পারবেন। ইউটিউব বা অন্যান্য ভিডিও দেখে হয়তো আপনি ব্যাসিক ধারণা পাবেন তবে অ্যাডভান্স লেবেল এ শিখতে হলে অবশ্যই আপনাকে কোর্স করতেই হবে এবং সেই সাথে ট্রেইনার বা মেন্টর এর সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে হবে।
কোন জায়গা থেকে শিখবেন গ্রাফিক্স ডিজাইনঃ
আপনি যে কোন প্রতিষ্ঠান থেকেই গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন। তবে Zariq থেকে গ্রাফিক্স ডিজাইন শিখলে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস এবং লাইফটাইম সাপোর্ট যা আপনাকে আপনার ক্যারিয়ারে এগিয়ে থাকতে সাহায্য করবে। আর যদি কোর্স করার পরেও আপনার মনে হয় কোন কিছু এখনো আপনি ক্লিয়ার হতে পারছেন না তবে কোন রকম পেমেন্ট ছাড়াই আপনি পরবর্তী ব্যাচে সেটা শেখার সুযোগ পাবেন। Zariq এর সাপোর্ট সিস্টেম এতোটা ডেডিকেটেড যা আপনাকে সকল সমস্যা খুব দ্রুত সমাধান করতে সাহায্য করবে। জারিক এর সাপোর্ট সিস্টেম কয়েকটি ক্যাটাগরিতে ভাগ হওয়ায় আপনি খুব সহজেই আমাদের সাপোর্ট পাবেন সঠিক সময়ে। আমাদের প্রতিটি কোর্স এ থাকছেন কোর্স কো-অর্ডিনেটর, ট্রেইনার, এসিস্টেন্ট ট্রেইনার, সাপোর্ট ইন্সট্রাক্টর, এসিস্টেন্ট ইন্সট্রাক্টর যা আপনাকে প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করবে।
শিক্ষকবৃন্দ
আমাদের এই কোর্স টির শিক্ষকবৃন্দ কয়েকটি ধাপে ভাগ করে করা হয়েছে। কোর্স কো-অর্ডিনেটর, ট্রেইনার, এসিস্টেন্ট ট্রেইনার, সাপোর্ট ইন্সট্রাক্টর, এসিস্টেন্ট ইন্সট্রাক্টর
কোর্স কো-অর্ডিনেটর => Zafor & Md Jayed Hasan Emran
ট্রেইনার => Nusrat & A M Robiul Islam
এসিস্টেন্ট ট্রেইনার & সাপোর্ট ইন্সট্রাক্টর => Moneruzzaman, Liton
অন্যান্য => Talha, Sojib
সার্টিফিকেটঃঃ
কোর্স ভালোভাবে সম্পন্ন করার পর সার্টিফিকেট দেওয়া হবে
আমাদের সার্টিফিকেট এর বিশেষত্ব বা সার্টিফিকেট এর মাধ্যমে আপনার কি সুবিধা হবে:
আপনার সিভিকে উন্নত করতে পারবেন
জব পাওয়ার জন্য সহায়ক হবে
ক্যারিয়ার উন্নত করতে পারবেন
তাহলে ক্যারিয়ার নিয়ে আপনার ভাবনা কি ? সফল গ্রাফিক্স ডিজাইনার হতে চান ? তবে দেখে আসতে পারেন আমাদের কোর্স আউটলাইন । মার্কেট ডিমান্ড অনুযায়ী ট্রেইনিং নিতে আজই আমদের প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করুন ।
We have a Highly Experienced Trainer Team
We have a Highly Experienced Trainer Team
Practical Oriented Class for responsive learning environment
Practical Oriented Class for responsive learning environment
We Ensure Practical Lab Support
We Ensure Practical Lab Support
For more, we provide live class recorded video
For more, we provide live class recorded video
Review Class also help you to learn more effectively
Review Class also help you to learn more effectively
You will get free Lifetime Support
You will get free Lifetime Support
We ensure Special Support for your progress
We ensure Special Support for your progress
We ensure Job Placement, Which is the last and final goal of Skill Development
We ensure Job Placement, Which is the last and final goal of Skill Development
Electronic, Health, Home Appliances & Any Other Shop Owner who want to cope with present world.
Zariq Limited Is The Best Dedicated Training Institute For Skill Development. I Wish Them All The Best
They Fullfilled My Dream
I Learned Manything From Zariq Limited. They Are Very Helpful To Care Student Skill Development
এই কোর্স থেকে শিখতে পারবো তো? এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। কেননা কোর্স তো অনেকেই করান। তাই আপনার সাথে কমিটমেন্ট হলো আপনার প্রোজেক্ট করতে যতদিন সময় লাগবে ততদিন আমাদের ট্রেইনার এবং সাপোর্ট টিম থেকে লাইভ সাপোর্ট পাবেন এবং প্রোজেক্ট শেষ হবার পরেও সাথে থাকছে লাইফ টাইম সাপোর্ট। আপনাদের জন্য আমাদের ফেসবুকে ক্লোজ গ্রুপ আছে যেখানে আপনি যে কোন সময় প্রশ্ন করতে পারবেন আপনার সমস্যার সমাধানের জন্য।
এর পরেও যদি আপনার কোন কিছু জানার থাকে তবে সরাসরি কল করুন ট্রেইনারকে +88 01714 024689
এই কোর্স করার পর আপনি আপনার নিজের বিজনেসের জন্য সকল ডিজাইন করতে পারবেন কোন খরচ না করেই বা আপনি যাদি চান অন্য কারো ডিজাইন করে দিয়ে বাড়তি কিছু ইনকাম করতে তবে তাও করতে পারবেন।এভাবে কিছু কাজ করার পর আপনি কোন আইটি কোম্পানি বা অন্য কোম্পানি যাদের ডিজাইন করার জন্য এক্সপার্ট প্রয়োজন সেখানে জব করতে পারবেন। এছাড়াও মারকেটপ্লেসে কাজ করা যাবে।বর্তমানে অনলাইনে আয় করার জন্য কাজের অভাব নেই। যেমন ফাইবার বা অন্য কোন প্ল্যাটফর্মে
আপনার কোর্স ফি আমাদের নগদ পার্সোনাল নাম্বার 01714-024689 বা বিকাশ পার্সোনাল 01712-881232 নাম্বারে পাঠিয়ে আমাদের আপনার সিট কনফার্ম করুন। পেমেন্ট করার পূর্বে আমাদের অফিশিয়াল নাম্বার 01714024689 তে ফোন করে কনফার্ম করতে হবে। পেমেন্ট করার পর উপরের যে প্যাকেজ নিবেন তা সিলেক্ট করে সাবমিট করতে হবে সঠিক তথ্য দিয়ে।
আপনার সিট কনফার্ম করতে আমাদের অফিশিয়াল নাম্বার 01714024689 তে ফোন করে সাহায্য নিন।