Software Development For Job Placement

Software Development For Job Placement

কেন  এই  কোর্স ? 
👉👉আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট আইটিতে লেখাপড়া করে গ্রেজুয়েট হয়ে বের হওয়ার পর চাকরির বাজারে অধিকাংশই হিমশিম খাচ্ছে। এর প্রধান কারণ হলো যারা চাকরি অফার করেন তারা স্কিল চান এবং যারা ফ্রেসার তারা স্কিল ডেভেলপমেন্ট এর সুযোগ চান। যারা ফ্রেসার তারা মনে করেন তাদের সুযোগ না দিলে তারা স্কিলড হবেন কিভাবে এবং যারা চাকরি দাতা তারা ভাবেন গ্রেজুয়েশনের সময় অনেক সুযোগ থাকে স্কিল ডেভেলপ করার।
👉👉 সবাই শুধু দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর কথা বলেন, কিন্তু কিভাবে দক্ষ ও অভিজ্ঞ হবেন তার গাইডলাইন কি আপনি পাচ্ছেন ?
✔✔স্বপ্ন দেখি এমন বাংলাদেশের যেখানে সবাই দক্ষ ও অভিজ্ঞ থাকবে।
✔✔একজন স্টুডেন্ট তার লেখাপড়া শেষ করার পর বা লেখাপড়ার পাশাপাশি জব বা বিজনেস বা ফ্রিল্যান্সিং করতে পারবে খুব সহজেই যদি সে আমাদের গাইডলাইন অনুসরণ করে। একজন স্টুডেন্ট কিভাবে দেশে আইটি খাতে ভালো কিছু করতে পারে এবং একই সাথে দেশের বাহিরে ক্যারিয়ার গড়তে পারে তার জন্য কাজ করে যাচ্ছে Zariq.
✔✔চাকরি দাতা এবং ফ্রেসারদের মাঝে যে গ্যাপ রয়েছে তা ফিলআপ করতে সফটওয়্যার ডেভেলপমেন্ট এর এই ট্রেনিং। যেন একজন স্টুডেন্ট তার লেখাপড়া শেষ করার পর স্কিলড পার্সন হিসেব দেশে এবং দেশের বাহিরে সুনামের সাথে ক্যারিয়ার গড়তে পারেন।

👉👉অনেকে মনে করেন আইটি ব্যাক গ্রাউন্ড ছাড়া হয়তো এখানে ভালো কিছু করা সম্ভব না, এটা ভুল ধারণা। সুনির্দিষ্ট ভাবে কোন একটি প্রফেশনাল সাবজেক্টে নিজেকে Skilled করতে পারলে সন্মানের সাথে আপনি পেয়ে যাবেন অর্থনৈতিক স্বাধীনতা।

এছাড়াও বর্তমানে সারা পৃথিবীতে জনপ্রিয় একটি পেশা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার। এখন ছোট বড় প্রায় সকল বিজনেসে একটি সফটওয়্যার এর প্রয়োজনীয়তা অনুভব করেন। সেই সাথে আমাদের দেশে সফটওয়্যার বিজনেস এর ব্যাপক চাহিদা রয়েছে কিন্তু সেই তুলনায় সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন এমন ভালো ব্যাক্তি বা প্রতিষ্ঠান কিন্ত খুবই কম। এছাড়াও সারা পৃথিবী জুড়ে এর ব্যাপক চাহিদা রয়েছে। আপনি শুরুতে জব করতে পারেন বা যদি আপনার বিজনেস এর প্রতি আগ্রহ থাকে তবে আপনি নিজেই বাসায় বসে বা ছোট একটা অফিস নিয়ে শুরু করে দিতে পারেন এই বিজনেস। সফটওয়্যার বিজনেস এর সুবিধা হলো আপনি একবার একটি সফটওয়্যার ডেভেলপ করে এই সফটওয়্যার বার বার বিক্রি করে ইনকাম করতে পারবেন। যেমন একাউন্টিং সফটওয়্যার ,সেলস ম্যানেজমেন্ট সফটওয়্যার , অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার  ইত্যাদি। এই সব  সফটওয়্যার একবার তৈরী করে বার বার বিক্রি করতে পারবেন। তবে কিছু কিছু সময় সামান্য পরিবর্তন করতে হবে।


কাদের জন্য এই কোর্স ?
যারা আইটি তে গ্র্যাজুয়েশন এর জন্য লেখাপড়া করছেন 
যারা আইটি তে গ্র্যাজুয়েট হয়েছেন কিন্তু ভালো কিছু এখনো করতে পারেননি। 
যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট এ ক্যারিয়ার গড়তে চান। 
যারা ইন্টারন্যাশনাল আইটি বা অন্য কোন কোম্পানিতে জব করতে চান। 
যারা ন্যাশনাল ভালো আইটি বা অন্য কোন কোম্পানিতে জব করতে চান। 
যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট এর বিজনেস শুরু করতে চান। 
যারা আইটিতে সফল ক্যারিয়ার গড়তে চান।
যারা সম্মানিত একটা পেশা হিসেবে কিছু করতে চান।
যারা ভালো একটা সেলারিতে জব করতে চান। 
যাদের সময় আছে কিন্তু বুঝতে পারছেন না কি করবেন তারা শুরু করতে পারেন। 
যারা বেকার তারা শুরু করতে পারেন।
যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোন এক সাবজেক্ট এ পড়ছেন।
যারা এমন কোন সাবজেক্ট এ গ্র্যাজুয়েশন করেছেন যা নিয়ে আপনি সন্তুষ্ট না তারা শুরু করতে পারেন।
যারা সিদ্ধান্ত হীনতায় আছেন কি করবেন তারা শুরু করতে পারেন।
যারা নিজের কাজের পাশাপাশি বাড়তি কিছু ইনকাম করতে চান।
যারা ফ্রিল্যান্সিং করতে চান।
যারা প্যাসিভ ইনকাম করতে চান।


কেন সবার থেকে আলাদা এই কোর্স?
এটা এমন একটা কোর্স যেটাতে আপনি এনরোল করার পর একদম ব্যাসিক থেকে শুরু করে অ্যাডভান্স  লেভেলে যাবার জন্য যতটুকু শেখা দরকার এবং যেভাবে এগিয়ে গেলে এই ফিল্ডে ভালো করা যায় তার সবটুকুই থাকছে এই কোর্স এ। 
আরো কিছু কারণ জানতে নিচে দেখুনঃ-

এই কোর্স টি তে প্রথমে বেসিক প্রোগ্রামিং, এডভান্স প্রোগ্রামিং, এরপর ফ্রেমওয়ার্ক, এই ৩ টা বিষয় শেখানোর পর বেসিক লাইভ প্রোজেক্ট শেখানো হবে প্রথম সেমিস্টারে। ২য় সেমিস্টারে থাকবে মিডলেভেল লাইভ প্রোজেক্ট এবং ৩য় সেমিস্টারে থাকবে ফাইনাল প্রোজেক্ট এবং জব প্রিপারেশন। প্রতিটি সেমিষ্টারে থাকবে প্রব্লেম সল্ভ নিয়ে বিশেষ ক্লাস এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল আইটি সিনিয়রদের গাইডলাইন ক্লাস। 

এই কোর্স টি যেহেতু একদম ব্যাসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যাবার জন্য সকল ধরনের ইন্সটাকশন ও লাইভ ক্লাস হচ্ছে  এবং সেই সাথে কিভাবে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল আইটি বা অন্য ভালো কোম্পানিতে জব করা যাবে বা কিভাবে ইনকাম করা যায় লোকাল মার্কেটে এবং ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে। যেহেতু এই কোর্স টি অনেক বড় একটা প্ল্যান নিয়ে শুরু করা তাই এখানে কোর্স কো-অর্ডিনেটর থাকবেন যারা এই কোর্স এবং স্টুডেন্ট এর সার্বক্ষণিক খোঁজ খবর নিবেন এবং সে হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন যেন সবাই ভালো করতে পারে। 

ট্রেইনারবৃন্দ ক্লাস নিবেন এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্য এসিস্টেন্ট ট্রেইনারবৃন্দ থাকবেন।
ক্লাসের হোমওয়ার্ক এবং এসাইনমেন্ট দেওয়া, বুঝিয়ে দেওয়া, এবং সময় মত আদায় করার জন্য থাকবেন সাপোর্ট ইন্সট্রাকটরবৃন্দ।
স্টুডেন্ট যেন তার সমস্যার সমাধান দ্রুত করতে পারেন তার জন্য থাকবেন এসিস্টেন্ট ইন্সট্রাকটর ও সাপোর্ট ইন্সট্রাকটর ।
প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত লাইভে থাকবেন সল্যুশন বক্সের টিম মেম্বাররা যারা যেকোনো সমস্যার সাথে সাথে সমাধান নিয়ে কাজ করবেন।
ওয়েল অর্গানাইজ ক্লাস মডিউল, শিডিউল। নির্দিষ্ট সময়ে ক্লাস নেওয়া, এসাইনমেন্ট জমা দেওয়া এবং নেওয়া, কুইজ, এক্সাম এবং এক্সাম এর উপর সল্যুশন ক্লাস।
লাইভ সেশনে থাকবেন কোর্স কো-অর্ডিনেটর এর বিশেষ ক্লাস।
থাকবে কন্সেপচুয়াল সেশন।
এই কোর্সের মডিউল, উদাহরণ, বাংলাদেশ, দেশের বাহিরের সার্বিক অবস্থা বিবেচনা করে এই করা হয়েছে।
প্রতিজন ট্রেইনার ই একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট। তাই তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্লাস নিবেন বাস্তব সম্মত। উল্লেখিত বিষয় গুলো ছাড়াও থাকবে আরও অনেক কিছু!!!

কি শিখানো হবে এই কোর্সে?
এই কোর্স হচ্ছে এমন একটি কোর্স যা একজন স্টুডেন্টকে একদম ব্যাসিক থেকে শুরু করে অ্যাডভান্স  লেভেলে যাবার জন্য যতটুকু শেখা দরকার এবং যেভাবে এগিয়ে গেলে এই ফিল্ডে ভালো করা যায় তার সবটুকুই শেখানো হবে তাই সে লোকাল মার্কেট বা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস যে কোন জায়গায় খুব সহজেই কাজ করতে পারবেন।


কোর্স এর মুল হলোঃ এই কোর্স টি তে প্রথমে বেসিক প্রোগ্রামিং, এডভান্স প্রোগ্রামিং, এরপর ফ্রেমওয়ার্ক, এই ৩ টা বিষয় শেখানোর পর বেসিক লাইভ প্রোজেক্ট শেখানো হবে প্রথম সেমিস্টারে। ২য় সেমিস্টারে থাকবে মিডলেভেল লাইভ প্রোজেক্ট এবং ৩য় সেমিস্টারে থাকবে ফাইনাল প্রোজেক্ট এবং জব প্রিপারেশন। প্রতিটি সেমিষ্টারে থাকবে প্রব্লেম সল্ভ নিয়ে বিশেষ ক্লাস এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল আইটি সিনিয়রদের গাইডলাইন ক্লাস। 


বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন উদ্দেশ্যে তৈরি করা যেতে পারে। তিনটি কমন উদ্দেশ্যে :
১।  ক্লায়েন্ট / ব্যবসায়ের (কাস্টম সফটওয়্যার) নির্দিষ্ট প্রয়োজন গুলো পূরণ করার জন্য
২।  সম্ভাব্য কিছু সংখ্যক ব্যবহারকারীর (ব্যবসায়িক ক্ষেত্রে ) প্রয়োজনীয় ধারণা অর্জনের জন্য এবং
৩।  ব্যক্তিগত ব্যবহারের জন্য (ওপেন সোর্স সফটওয়্যার) । উদাহরণস্বরূপ কোনও বিজ্ঞানী জাগতিক কাজ স্বয়ংক্রিয় করতে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারে। এম্বেড করা সফটওয়্যার ডেভলপমেন্ট  ভোক্তা পণ্য নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়।  সিস্টেম সফ্টওয়্যার অ্যাপ্লিকেশন এবং প্রোগ্রামিং প্রক্রিয়া নিজেই অন্তর্নিহিত করে এবং প্রায়শই পৃথকভাবে বিকাশ করা হয়।

সেই কাজগুলো কিছু নিচে দেখুন-

১।  কিভাবে ওয়েব এপ্লিকেশন ডেভেলপ করবেন ?
২।  কিভাবে ই-কমার্সের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান বের করবেন ?
৩।  কিভাবে যে কোনো প্রতিষ্ঠানের সিস্টেম ডেভেলপমেন্ট করবেন। 
৪। কিভাবে এটেন্ডেন্ট এর জন্য ফিঙ্গারপ্রিন্ট সফটওয়্যার ও অন্যান্য সিস্টেম ডেভেলপ করবেন। 
৫।  কিভাবে কোনো প্রতিষ্ঠানের ওয়েব সাইট এর তথ্য বিন্যাস এর বিষয়গুলো মনিটর করবেন। 
৬।  কিভাবে একটি ফ্লো চার্ট , ডায়াগ্রাম , কোর্ড কমেন্ট বানাবেন , কিভাবে কোর্ড ক্লিয়ার করবেন। 
৭।  ওয়েবসাইট কোডিং ও প্রোগ্রামিং এর বিভিন্ন সমস্যা গুলো কিবাভে সমাধান করবেন। 
৮।  কিভাবে এন্ড্রয়েট এপ্লিকেশন ডেভেলপমেন্ট এর জন্য API Development করবেন। 
৯।  কোনো প্রতিষ্ঠানে নিরাপত্তা বা সিকিউরিটি সিস্টেম  কাঠামো ঠিক রাখতে কিভাবে কোড করবেন। 
১০।  প্রতিষ্ঠানের তথ্য রক্ষনাবেক্ষন কিভাবে করবেন 


সফটওয়্যার ডেভেলপমেন্ট এর ভবিষ্যৎ কি ? 

আমাদের দেশে সফটওয়্যার  ডেভেলপার দের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সফটওয়্যার ডেভেলপার দের সংখ্যা খুব কম। তাই সফটওয়্যার  ডেভেলপার দের বর্তমান ও  ভবিষ্যৎ চাহিদা অনেক। যে কোন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ভালো সফটওয়্যার ডেভেলপার পেলে যে কোন সময় হায়ার করতে প্রস্তুত থাকে। কিন্তু সেই লেভেলে স্কিল ডেভেলপার পাওয়া অনেক কঠিন ব্যপার। 

সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখে আপনি বিভিন্ন সফটওয়্যার এবং ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি করার সুযোগ পাবেন  । বর্তমানে প্রায় প্রত্যেকটি সফটওয়্যার এবং ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সফটওয়্যার এবং ওয়েবসাইট বা ওয়েব ভিত্তিক সফটওয়্যার এর একটা মোবাইল  ভার্সন সফটওয়্যার  তৈরি করে থাকে। মোবাইল সফটওয়্যার চাহিদা দিন দিন বাড়ছে। পরিসংখান এ দেখা গেছে বর্তমানে  মোবাইল ফোন ব্যবহার কারীর সংখ্যা প্রায় ১৫ কোটি ও ইন্টারনেট ব্যবহার কারীর সংখ্যা  প্রায় ৭ কোটি ছাড়িয়ে গেছে।  যা দিন দিন আরো বাড়তে থাকবে। ইন্টারনেট ব্যবহার কারীর প্রায় ৯৫% মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে থাকে। 

গড়ে ন্যূনতম একটি সফটওয়্যার  স্মার্টফোন ব্যবহারকারীরা  ব্যবহার করেন। বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারের ৮৬ শতাংশ সময় ব্যয় করেন সফটওয়্যার  এ । তাই যে কোনো ডেভেলপার সফটওয়্যার ডেভেলপ করে ওয়েবসাইট এ  আপলোড করলে কোনো জব করা ছাড়াই দারুণ আয় করতে পারে। এক বার জনপ্রিয় একটা সফটওয়্যার  তৈরি করতে পারলে সারা জীবন আর কিছু করতে হবে না আপনাকে।  প্যাসিভ ইনকাম করতে চাইলে এটা আপনাকে ভালো সাপোর্ট দিবে। 

এর পর আপনি অন্য কোন ক্রিয়েটিভ কাজে নিজের সময় গুলো কাজে লাগাতে পারবেন 
যারা সফটওয়্যার  ডেভেলপমেন্টকে নিজের ক্যারিয়ার হিসেবে নিতে চায় তাদের ভবিষ্যৎ অবশ্যই   উজ্জ্বল হবে তা বলার অপেক্ষা রাখে না।  যারা শখের বসে কিংবা জবের পাশা পাশি কিছু করতে চায় তাদের জন্যও দারুন একটা ক্ষেত্র।


সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে কত দিন লাগে ?
সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে টেকনোলজি বিষয়। তাই আপনাকে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে সময়ের সাথে সাথে। সবসময় নতুন নতুন টেকনোলজি সাথে আপডেট রাখতে হবে নিজেকে। 
তাই বলা যায় যে সফটওয়্যার ডেভেলপমেন্ট শেষ করার কোন সঠিক সময় দেওয়া যায় না। মোটামুটি মানের সফটওয়্যার ডেভলপার হতে হলে মিনিমাম 1 থেকে 2 বছর কাজ শিখতে হবে ।


সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখে আপনি কি কি করতে পারবেন? ভবিষ্যতে কি কি ক্যারিয়ার অপর্চুনিটি পাবেন এই কোর্স করে : 
একজন সফটওয়্যার ডেভেলপমেন্ট এর কাজের ক্ষেত্র বেশ বৈচিত্রময়। 

১।  একজন সফটওয়্যার ডেভেলপার আইটি সেক্টর এ জব করতে পারবেন। 
২।  বিভিন্ন ফাইনান্সিয়াল কোম্পানিতে এ জব করতে পারবেন। 
৩।  বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এ জব করতে পারবেন। 
৪।  সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তে জব করতে পারবেন। 
৫।  বিভিন্ন প্রতিষ্ঠানে এসিস্ট্যান্ট সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতে পারবেন। 
৬।  ওয়েবসাইট ভিত্তিক প্রতিষ্ঠানে জব করতে পারবেন। 
৭।  নিজের সফটওয়্যার বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন মাধ্যমে বিক্রি করতে পারবেন। 
৮।  একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। 
৯।  । যে কোন বড় কোম্পানিতে আইটি এক্সপার্ট। হিসেবে জব করতে পারবেন। 
১০।  সবচেয়ে বড় কথা হলো জীবনে একটু ভালো চলার জন্য বেশি ভাবতে হবেনা। আপনার সার্কেলের বেশিরভাগ মানুষের চেয়ে ভালো থাকতে পারবেন।  
  

ফ্রিল্যান্সিং এ সফটওয়্যার ডেভেলপমেন্ট  নিয়ে কাজ করার সুযোগ কেমন? 

বর্তমান বিশ্বে উন্নত দেশগুলোতে ফ্রিলান্স্যার এর সংখ্যা অনেক। 
বাংলাদেশেও  দিন দিন এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 
বর্তমান যুগের যুবক যুবতীদের ব্যপক আগ্রহ রয়েছে  ফ্রিল্যান্সিং এর প্রতি।

ফ্রিল্যান্সিং এ ভাল করতে হলে আপনাকে কোন একটা বা একাধিক বিষয়ে স্কিল্ড হতে হবে। স্কিল্ড ডেভেলপমেন্ট এর সাথে দরকার সঠিক গাইডলাইন। সঠিক গাইডলাইন না হলে ফ্রিল্যান্সিং এ সফল হওয়া এবং সফল হয়ে  টিকে থাকা অপনার জন্য কষ্টকর হয়ে পড়বে।
ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য বিভিন্ন সেক্টর রয়েছে।  তার মধ্যে একটি চমৎকার সম্ভাবনাময় সেক্টর হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট। 

একবার ভালো দক্ষতা অর্জন করতে পারলে আপনাকে ঘুরে দাড়াতে আর বেগ পেতে হবে না। মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে। 

কি কি লাগবে সফটওয়্যার ডেভেলপমেন্ট  শিখতে? /এই কোর্স টি করতে আপনার কি কি প্রয়োজন হবে ?
ইচ্ছাশক্তি এবং কাজের প্রতি অদম্য ভালোবাসা। আপনার শুধুমাত্র শেখার ইচ্ছা এবং সংকল্প থাকতে হবে। একটি ভালো মানের কম্পিউটার। ইন্টারনেট কানেকশন। সফটওয়্যার, কোর্স করার মানসিকতা এবং অল্প কিছু অর্থ ব্যয়ের ইচ্ছাশক্তি।
১। ১/২ বছর লেগে থাকার সময় এবং প্রচন্ড ইচ্ছাশক্তি থাকতে হবে। 

২।  কম্পিউটার ও ইন্টারনেট চালাতে জানতে হবে। 

৩।  ইন্টারনেট কানেকশন  সহ একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে। 


মোবাইল দিয়ে কি সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখা যাবে?
অনেকের মনে প্রশ্ন জাগে মোবাইল দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট শেখা যায় না অথবা কাজ করা যায় না? আপনার মনে এ ধরনের কোনো প্রশ্ন থাকলে আমি বলব সরাসরি না।  কারণ একটি কম্পিউটার আপনাকে যে সার্ভিস প্রদান করবে সেটি কিন্তু মোবাইল করতে পারবে না। মোবাইল আর কম্পিউটার সম্পূর্ণ আলাদা দুটি ডিভাইস। তবে মোবাইল দিয়ে আপনি ব্যাসিক কিছু কাজ করতে পারবেন বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে। আপনার কাজে গতি আনতে হলে বা প্রফেশনাল হতে হলে ভালো মানের ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে কাজ করতে হবে। 

কিভাবে এবং কোন জায়গা থেকে শিখবেন সফটওয়্যার ডেভেলপমেন্ট ?  

আপনি যদি একজন সফটওয়্যার ডেভেলপার হতে চান অথবা আপনি যদি আপনার ক্যারিয়ার হিসেবে সফটওয়্যার ডেভেলপমেন্ট বেছে নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই সফটওয়্যার ডেভেলপমেন্ট এর ওপর  দক্ষতা বৃদ্ধি করতে হবে। এটার জন্য আপনাকে কোর্স করতে হবে। এটি কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় যে কোর্স ছাড়া আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবহার করে সফটওয়্যার ডেভেলপার হতে পারবেন।  ইউটিউব বা অন্যান্য ভিডিও দেখে হয়তো আপনি ব্যাসিক ধারণা পাবেন তবে অ্যাডভান্স  লেবেল এ শিখতে হলে অবশ্যই আপনাকে কোর্স করতেই হবে এবং সেই ট্রেইনার বা মেন্টর এর সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে হবে। 

কোন জায়গা থেকে শিখবেন সফটওয়্যার ডেভেলপমেন্ট:
আপনি যে কোন প্রতিষ্ঠান থেকেই সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে পারবেন। তবে Zariq থেকে সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখলে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস এবং লাইফটাইম সাপোর্ট যা আপনাকে আপনার ক্যারিয়ারে এগিয়ে থাকতে সাহায্য করবে। আর যদি কোর্স করার পরেও আপনার মনে হয় কোন কিছু এখনো আপনি ক্লিয়ার হতে পারছেন না তবে কোন রকম পেমেন্ট ছাড়াই আপনি পরবর্তী ব্যাচে সেটা শেখার সুযোগ পাবেন। Zariq এর সাপোর্ট সিস্টেম এতোটা ডেডিকেটেড যা আপনাকে সকল সমস্যা খুব দ্রুত সমাধান করতে সাহায্য করবে। আমাদের প্রতিটি কোর্স এ থাকছেন কোর্স কো-অর্ডিনেটর,  ট্রেইনার, এসিস্টেন্ট ট্রেইনার, সাপোর্ট ইন্সট্রাক্টর, এসিস্টেন্ট ইন্সট্রাক্টর যা আপনাকে প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করবে। 

আমাদের এই কোর্স টি ৩ টি সেমিষ্টারে ভাগ করা। এই কোর্স টি তে প্রথমে বেসিক প্রোগ্রামিং, এডভান্স প্রোগ্রামিং, এরপর ফ্রেমওয়ার্ক, এই ৩ টা বিষয় শেখানোর পর বেসিক লাইভ প্রোজেক্ট শেখানো হবে প্রথম সেমিস্টারে। ২য় সেমিস্টারে থাকবে মিডলেভেল লাইভ প্রোজেক্ট এবং ৩য় সেমিস্টারে থাকবে ফাইনাল প্রোজেক্ট এবং জব প্রিপারেশন। প্রতিটি সেমিষ্টারে থাকবে প্রব্লেম সল্ভ নিয়ে বিশেষ ক্লাস এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল আইটি সিনিয়রদের গাইডলাইন ক্লাস। 

শিক্ষকবৃন্দ:
আমাদের এই কোর্স টির শিক্ষকবৃন্দ কয়েকটি ধাপে ভাগ করে করা হয়েছে। কোর্স কো-অর্ডিনেটর, ট্রেইনার, এসিস্টেন্ট ট্রেইনার, সাপোর্ট ইন্সট্রাক্টর, এসিস্টেন্ট ইন্সট্রাক্টর
কোর্স কো-অর্ডিনেটর => Zafor & Md Jayed Hasan Emran
ট্রেইনার => Nazrul Islam & A M Robiul Islam
এসিস্টেন্ট ট্রেইনার & সাপোর্ট ইন্সট্রাক্টর => Moneruzzaman
অন্যান্য =>  Sojib Khan


সার্টিফিকেটঃ
কোর্স ভালোভাবে সম্পন্ন করার পর সার্টিফিকেট দেওয়া হবে
আমাদের সার্টিফিকেট এর বিশেষত্ব 
সার্টিফিকেট এর মাধ্যমে আপনার কি সুবিধা হবে:
আপনার সিভিকে উন্নত করতে পারবেন
জব পাওয়ার জন্য সহায়ক হবে
ক্যারিয়ার উন্নত করতে পারবেন
 
তাহলে ক্যারিয়ার নিয়ে আপনার ভাবনা কি ? সফল সফটওয়্যার ডেভেলপার হতে চান ? তবে দেখে আসতে পারেন আমাদের কোর্স আউটলাইন । মার্কেট ডিমান্ড অনুযায়ী ট্রেইনিং নিতে আজই আমদের প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করুন ।

বিজনেসকে গতিশীল ও ডিজিটাল করতে একাউন্টিং, ইনভেন্টরি, HR-Payroll, ERP সফটওয়্যার এবং ই-কমার্স বা কর্পোরেট ওয়েবসাইটের জন্য যোগাযোগ করুন - 01714 02 46 89 - ZARIQ LTD

Our Featured for Software Development For Job Placement

Highly Experienced Trainer

We have a Highly Experienced Trainer Team

Highly Experienced Trainer

We have a Highly Experienced Trainer Team

Practical Oriented Class

Practical Oriented Class for responsive learning environment 

Practical Oriented Class

Practical Oriented Class for responsive learning environment 

Practical Lab Support

We Ensure Practical Lab Support

Practical Lab Support

We Ensure Practical Lab Support

Class Video

For more, we provide live class recorded video

Class Video

For more, we provide live class recorded video

Review Class

Review Class also help you to learn more effectively

Review Class

Review Class also help you to learn more effectively

Lifetime Support

You will get free Lifetime Support

Lifetime Support

You will get free Lifetime Support

Special Support

We ensure Special Support for your progress

Special Support

We ensure Special Support for your progress

Job Placement

We ensure Job Placement, Which is the last and final goal of Skill Development

Job Placement

We ensure Job Placement, Which is the last and final goal of Skill Development

How We Work

Our Process Style

Training for

FOR WHOM THIS TRAINING SUITS

01

Who want to operate their business cope with prensent world.

02

Who have a business plan

03

This is very much important for them.

03

To sale online in widerange outside your area.

04

To sale online in widerange outside their area.

05

To sale online in widerange outside their area.

06

Electronic, Health, Home Appliances & Any Other Shop Owner who want to cope with present world.

06

Digital Marketer and Freelancer can be skilled for more income.

TESTIMONIAL

Our Happy Clients Says

Our Client and Partner

Training Pricing

CRASH COURSE TRAINING

$ 400/M

 1. C# Basic
 2. .net Basic
 3. .net Midd
 4. Project
 5. Web Counsulting
 6. Custom Design
 7. Full dynamic website
 8. Highly Experienced Trainer
 9. Practical Oriented Class
 10. Practical Lab Support
 11. Class Video
 12. Review Class
 13. Lifetime Support
 14. Special Support
 15. Job Placement

Software Development

$ 750/OT

 • C# Basic
 • .net Basic
 • .net Midd
 • .net Advance
 •  2 Project 
 • Web Counsulting
 • Custom Design
 • Full dynamic website
 • Highly Experienced Trainer
 • Practical Oriented Class
 • Practical Lab Support
 • Class Video
 • Review Class
 • Lifetime Support
 • Special Support
 • Job Placement

Software Development for Job Placement

$ 1500/OT

 • C# Basic
 • C# Mdd
 • C# Advance
 • .net Basic
 • .net Midd
 • .net Advance
 • React
 • Angular 
 • 3 Project 
 • Gain skills to work in different freelancing marketplaces
 • Web Counsulting
 • Custom Design
 • Full dynamic website
 • Highly Experienced Trainer
 • Practical Oriented Class
 • Practical Lab Support
 • Class Video
 • Review Class
 • Lifetime Support
 • Special Support
 • Job Placement

Some Question & Answer

এই কোর্স থেকে শিখতে পারবো তো? এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। কেননা কোর্স তো অনেকেই করান। তাই আপনার সাথে কমিটমেন্ট হলো আপনার প্রোজেক্ট করতে যতদিন সময় লাগবে ততদিন আমাদের ট্রেইনার এবং সাপোর্ট টিম থেকে লাইভ সাপোর্ট পাবেন এবং প্রোজেক্ট শেষ হবার পরেও সাথে থাকছে লাইফ টাইম সাপোর্ট। আপনাদের জন্য আমাদের ফেসবুকে ক্লোজ গ্রুপ এবং হোয়াটসএ্যাপ গ্রুপ আছে যেখানে আপনি যে কোন সময় প্রশ্ন  করতে পারবেন আপনার সমস্যার সমাধানের জন্য।  
এর পরেও যদি আপনার কোন কিছু জানার থাকে তবে সরাসরি কল করুন কোর্স কো-অরডিনেটরকে +88 01714 024689

এই কোর্স এর মেইন ফোকাস হলো লোকালি বা ইন্টারন্যাশনালি ভালো জব প্লেসমেন্ট। প্রথমে যেন লোকাল ভালো আইটি কোম্পানি বা কর্পোরেট এ জব হয় সেটাকে ফোকাস করে কাজ শেখানো হবে। এরপর গাইডলাইন থাকবে কিভাবে দেশের বাহিরে জব করতে পারবে সেটার উপর। এছাড়াও মারকেটপ্লেসে কাজ করা যাবে।বর্তমানে অনলাইনে আয় করার জন্য কাজের অভাব নেই।

আপনার কোর্স ফি আমাদের নগদ পার্সোনাল নাম্বার 01714-024689 বা বিকাশ পার্সোনাল 01712-881232 নাম্বারে পাঠিয়ে আমাদের আপনার সিট কনফার্ম করুন। পেমেন্ট করার পূর্বে আমাদের অফিশিয়াল নাম্বার 01714024689 তে ফোন করে কনফার্ম করতে হবে। পেমেন্ট করার পর উপরের যে প্যাকেজ নিবেন তা সিলেক্ট করে সাবমিট করতে হবে সঠিক তথ্য দিয়ে। 

আপনার সিট কনফার্ম করতে আমাদের অফিশিয়াল নাম্বার 01714024689 তে ফোন করে  সাহায্য নিন। 

Request a Free 30 Minutes Consulting Services