কম্পিউটার শিক্ষা :
ব্যাসিক কম্পিউটার লার্নিং :
কেন এই কোর্স ?
তথ্য প্রযুক্তির এই যুগে কম্পিউটার জানা অপরিহার্য্য। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তবে এখন থেকেই আপনার কম্পিউটার শেখা উচিত। অনেকে আছেন ভালো রেজাল্ট নিয়ে জব ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু কম্পিউটার না জানার কারণে তাদের মধ্যে প্রায় ৭০% এর জব হচ্ছে না। আপনি যদি একজন বিজ্নেস ম্যান হন তবে আপনার বিজনেস পরিচালনা , হিসাব রাখা থেকে শুরু করে সকল কার্যক্রম কম্পিউটার এ রাখতে হয় তাই বিজনেসম্যান দের জন্য কম্পিউটার জানা অত্যাবশক। বর্তমানে ফ্রিল্যান্সিং পেশা খুব জনপ্রিয় হয়ে গেছে। ছাত্র ছাত্রী রা লেখাপড়ার পাশাপাশি ঘরে বসে ইনকাম করে নিজের খরচ নিজে চালাচ্ছে। কিন্তু ফ্রিল্যান্সিং করার জন্য অবশই আপনাকে কম্পিউটার জানতে হবে ভালো ভাবে। আপনাকে ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে ভালোভাবে জানতে হবে। অনেক গৃহিনী আছেন সংসার সন্তান এর জন্য লেখাপড়া শেষ করেও জব করতে পারছেন না বাইরে গিয়ে, তারা চাইলে বেসিক কম্পিউটার কোর্স করে ফ্রিল্যান্সিং করে ঘরে বসেই ইনকাম করতে পারেন। এছাড়াও কম্পিউটার জানা থাকলে আপনি যে কোনো কোম্পানি তে কম্পিউটার অপারেটর বা আইটি স্পেশালিস্ট হিসেবে জব করতে পারবেন । তথ্য প্রযুক্তির এই যুগে প্রযুক্তি ব্যবহার করে এর সুফল পেতে হলে আপনাকে অবশ্যই কম্পিউটার জানতে হবে। বর্তমানে যে কোনো জব করতে হলে আপনাকে কম্পিউটার জানতেই হবে। এমন কি আপনি যদি স্কুল এর টিচারও হন তবুও আপনাকে প্রশ্ন তৈরী করা , ক্লাস প্রেজেনটেশন তৈরী করা, অনলাইন এ ক্লাস নেয়ার জন্য কম্পিউটার জানতে হবে। আমাদের এই কোর্স এ থাকছে কম্পিউটার এ বাংলা ও ইংরেজি টাইপিং সহ মাইক্রোসফট অফিস প্রোগ্রাম প্যাকেজ। সাথে থাকছে ইন্টারনেট সম্পর্কে ধারণা। আমাদের এই কোর্সটি তাদের জন্যই যারা কম্পিউটার এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান।
কাদের জন্য এই কোর্স?
আমাদের উপরের কথা গুলো পড়ার পর খুব সহজেই বুঝতে পেরেছেন এই কোর্স কাদের জন্য। এই কোর্স টি ক্রিয়েট করার মূল উদ্যেশ্য হলো একজন মানুষকে কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা দিতে যাতে কম্পিউটার শিখে সে সফল ভাবে ক্যারিয়ার গড়তে পারে।
এরপরে আরও যারা এই কোর্স টি করতে পারবেনঃ-
১। আপনি যদি স্টুডেন্ট হন পড়াশোনার পাশাপাশি বাড়তি ইনকাম করতে চাইলে এই কোর্স টি আপনাকে সেই সাপোর্ট দিবে।
২। আপনি যদি লেখাপড়া শেষ করে সংসার , সন্তান এর জন্য চাইলেও বাহিরে যেয়ে কিছু করতে পারছেন না তবে এই কোর্স করে ঘরে বসেই ইনকাম করতে পারবেন।
৩। আপনি যদি বর্তমান কাজ বা জবের পাশাপাশি বাড়তি কিছু ইনকাম করতে চান।
৪। আপনি যদি একজন দক্ষ ফ্রিল্যান্সার হয়ে ক্যারিয়ার গড়তে চান তবে ব্যাসিক কম্পিউটার শিখে ক্যারিয়ার গড়তে পারবেন খুব সহজেই।
৫। আপনি যদি যুগের সাথে সাথে নিজেকে ডিজিটালি ট্রান্সফরম করতে চান।
৬। আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান তাহলে আপনাকে অবশই কম্পিউটার জানতে হবে।
৭। যে কেউ এই কোর্স এ অংশগ্রহণ করতে পারবেন । কারণ ব্যাসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত শিখানো হবে এবং প্রজেক্ট আকারে কোর্স করানো হবে সেই সাথে থাকছে লাইফ টাইম সাপোর্ট । ক্লাস এর রেকর্ডেড ভিডিও দেয়া হবে ও সাথে কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে।
কেন সবার থেকে আলাদা এই কোর্স?
এটা এমন একটা কোর্স যেটাতে আপনি এনরোল করার পর একদম ব্যাসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যাবার জন্য যতটুকু শেখা দরকার এবং যেভাবে এগিয়ে গেলে এই ফিল্ডে ভালো করা যায় তার সবটুকুই থাকছে এই কোর্স এ। যাতে আপনি একটি ভালো জব পেতে পারেন।
আরো কিছু কারণ জানতে নিচে দেখুনঃ-
এই কোর্স টি যেহেতু একদম ব্যাসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যাবার জন্য সকল ধরনের ইন্সট্রাকশন ও লাইভ ক্লাস হচ্ছে । এখানে কোর্স কো-অর্ডিনেটর থাকবেন যারা এই কোর্স এবং স্টুডেন্ট এর সার্বক্ষণিক খোঁজ খবর নিবেন এবং সে হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন যেন সবাই ভালো করতে পারে।
ট্রেইনারবৃন্দ ক্লাস নিবেন এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্য এসিস্টেন্ট ট্রেইনারবৃন্দ থাকবেন।
ক্লাসের হোমওয়ার্ক এবং এসাইনমেন্ট দেওয়া, বুঝিয়ে দেওয়া, এবং সময় মত আদায় করার জন্য থাকবেন সাপোর্ট ইন্সট্রাকটরবৃন্দ।
স্টুডেন্ট যেন তার সমস্যার সমাধান দ্রুত করতে পারেন তার জন্য থাকবেন এসিস্টেন্ট ইন্সট্রাকটর ও সাপোর্ট ইন্সট্রাকটর ।
প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত লাইভে থাকবেন সল্যুশন বক্সের টিম মেম্বাররা যারা যেকোনো সমস্যার সাথে সাথে সমাধান নিয়ে কাজ করবেন।
ওয়েল অর্গানাইজ ক্লাস মডিউল, শিডিউল। নির্দিষ্ট সময়ে ক্লাস নেওয়া, এসাইনমেন্ট জমা দেওয়া এবং নেওয়া, কুইজ, এক্সাম এবং এক্সাম এর উপর সল্যুশন ক্লাস।
লাইভ সেশনে থাকবেন কোর্স কো-অর্ডিনেটর এর বিশেষ ক্লাস।
থাকবে কন্সেপচুয়াল সেশন।
এই কোর্সের মডিউল, উদাহরণ, বাংলাদেশ, দেশের বাহিরের সার্বিক অবস্থা বিবেচনা করে করা হয়েছে।
প্রতিজন ট্রেইনার ই একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট। তাই তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্লাস নিবেন বাস্তব সম্মত। উল্লেখিত বিষয় গুলো ছাড়াও থাকবে আরও অনেক কিছু!!!
কি কি শিখানো হবে এই কোর্সে?
এই কোর্স হচ্ছে এমন একটি কোর্স যা একজন স্টুডেন্টকে একদম ব্যাসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যাবার জন্য যতটুকু শেখা দরকার এবং আমাদের এই কোর্স করে আপনি যে কোনো কোম্পানিতে আইটি স্পেশালিস্ট হিসেবে কিংবা কম্পিউটার অপারেটর হিসেবে জব করতে পারবেন।
সেই কাজগুলো কিছু নিচে দেখুন-
১। অপারেটিং সিস্টেম কিভাবে ব্যবহার করবেন
মাইক্রোসফট অফিস প্রোগ্রাম :
২। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ।
৩। মাইক্রোসফট এক্সেল ওয়ার্ক শিট ।
৪। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন ।
৫। বাংলা ও ইংরেজি টাইপিং ।
৬। ইন্টারনেট ব্যবহার ওয়েব সার্ভার ।
৭। গুগুল সার্ভিস( যেমন সার্চ ইঞ্জিন, গুগুল ম্যাপ, গুগুল ক্যালেন্ডার ,গুগল ড্রাইভ ) ।
৮। ব্রাউজার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে ।
৯। ই-মেইল কমিউনিকেশন ।
১০। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার একাউন্ট তৈরি করা ।
১১। কিভাবে ঘরে বসেই অন্যের কম্পিউটারে কাজ করবেন ।
১২। যেকোনো সফটওয়্যার ইন্সট্রল এবং আন-ইন্সট্রল ।
ব্যাসিক কম্পিউটার লার্নিং এর ভবিষ্যৎ কি?
বর্তমান যুগ ডিজিটাল যুগ, যুগের পরিবর্তনে সবকিছু এখন আধুনিক হয়েছে সেইসাথে কম্পিউটার ও ইন্টারনেট এর চাহিদাও দিন দিন বাড়ছে। বর্তমানে কম্পিউটার জানা অপরিহার্য হয়ে গেছে এর চাহিদা কোনদিন কমবে না ভবিষ্যতে বরং নতুন প্রযুক্তির যুক্তি হবে। তাই কম্পিউটার না জানলে আপনি সবার থেকে পিছিয়ে যাবেন আপনার ভালো কোন জব পাওয়ার সম্ভাবনা কমে যাবে।
আপনি চাকরি করেন কিংবা ব্যবসা করেন আপনার কম্পিউটার জানা আবশ্যক। কম্পিউটার ব্যবহার একজন কর্মীর উৎপাদনশীলতা বাড়িয়ে দেয় অনেক গুন। কম্পিউটার শিক্ষার প্লাটফর্ম হল এমন একটি প্ল্যাটফর্ম যে প্লাটফর্মে আপনাকে উঠতেই হবে জীবনের কোনো না কোনো সময়ে, তা না হলে আপনি আপনার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এছাড়াও বর্তমানে এ সকল কাজ ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। মানুষ এখন সবকিছু অনলাইন ভিত্তিক করছে। বর্তমানে উদ্যোক্তরা ব্যবসার জন্য ওয়েবসাইট এবং ফেসবুক সহ অন্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম বিজনেস করার জন্য ব্যবহার করছে। এসব কিছু পরিচালনার জন্য কম্পিউটার জানা আবশ্যক।
তাই নিঃসন্দেহে বলা যায় কম্পিউটার শিক্ষা বা বেসিক কম্পিউটার লার্নিং এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এটি আপনার জন্য অনেক সুন্দর ভবিষ্যত বয়ে নিয়ে আসবে।
ব্যাসিক কম্পিউটার লার্নিং শিখতে বা কোর্স করতে কতদিন লাগবে?
কত দিন লাগবে সম্পূর্ণ নির্ভর করবে আপনার গ্রহণযোগ্যতার ওপর। আপনি যত তাড়াতাড়ি গ্রহণ করতে পারবেন ঠিক ততো তাড়াতাড়ি আপনি ব্যাসিক কম্পিউটার লার্নিং শিখতে পারবেন।
মাত্র এক মাস যদি আপনি প্রতি দিন ৫/৬ ঘন্টা সময় দিয়ে শিখে আরো ২/৩ মাস প্র্যকটিস করেন তবে গারান্টি দিয়ে বলছি আপনি ব্যাসিক কম্পিউটারে ভালো দক্ষতা অর্জন করতে পারবেন। তবে কেউ হয়তো এর চেয়ে কম সময়ে বেশি ভালো করতে পারবেন। সাধারণত ১/২ মাস সময় লাগে এই কাজ শিখতে। সাধারণত যে কোর্স গুলো করা হয় তা ৩০ ঘন্টা স্ট্যান্ডার্ড করে করা হয়। এমন একটা কোর্স শেষ করতে সময় লাগে ১/২ মাস। আপনি যদি ৩ মাস ভালোভাবে কাজ করেন তবে মিডলেভেলে স্কিল্ড হতে পারবেন যা দিয়ে কাজ শুরু করা কোন অসুবিধা হবে না। এরপর যত বেশি সময় দিবেন তত বেশি শিখতে পারবেন। শেখা যখন বেশি হবে তখন ইনকাম এর পরিমাণও বাড়তে থাকবে।
ব্যাসিক কম্পিউটার শিখে আপনি কি কি করতে পারবেন? ভবিষ্যতে কি কি ক্যারিয়ার অপর্চুনিটি পাবেন এই কোর্স করে :
১। বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা অর্জন করতে পারবেন ।
২। যে কোন কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে জব করতে পারবেন ।
৩। বেসিক কম্পিউটার শিখে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ইনকাম শুরু করতে পারবেন ।
৪। আপনি যদি একজন স্টুডেন্ট হন তবে নিজের ক্লাসের অ্যাসাইনমেন্ট নিজেই তৈরি করতে পারবেন।
৫। কম্পিউটার জানা থাকলে একজন টিচার হিসেবে পরীক্ষার প্রশ্ন ও ক্লাসের প্রেজেন্টেশন নিজেই তৈরি করতে পারবেন। অনলাইন এ ক্লাস নিতে পারবেন।
ফ্রিল্যান্সিং এ কম্পিউটার নিয়ে কাজ করার সুযোগ কেমন?
বর্তমান বিশ্বে উন্নত দেশগুলোতে ফ্রিলান্স্যার এর সংখ্যা অনেক।
বাংলাদেশেও দিন দিন এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
বর্তমান যুগের যুবক যুবতীদের ব্যপক আগ্রহ রয়েছে ফ্রিল্যান্সিং এর প্রতি।
ফ্রিল্যান্সিং এ ভাল করতে হলে আপনাকে কোন একটা বা একাধিক বিষয়ে স্কিল্ড হতে হবে। স্কিল্ড ডেভেলপমেন্ট এর সাথে দরকার সঠিক গাইডলাইন। সঠিক গাইডলাইন না হলে ফ্রিল্যান্সিং এ সফল হওয়া এবং সফল হয়ে টিকে থাকা অপনার জন্য কষ্টকর হয়ে পড়বে।
ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য বিভিন্ন সেক্টর রয়েছে। এসব সেক্টর গুলোতে কাজ করার জন্য অবশ্যই আপনাকে কম্পিউটার জানতে হবে।
তবে, আপনি যদি কম্পিউটার এ ভালো দক্ষতা অর্জন করতে পারেন তবে ফ্রিল্যান্সিং আপনার জন্য সফলতা বয়ে আনবে খুব তাড়াতাড়ি।
একবার ভালো দক্ষতা অর্জন করতে পারলে আপনাকে ঘুরে দাড়াতে আর বেগ পেতে হবে না। মাসে স্মাট একটা এমাউন্ট ইনকাম করতে পারবেন।
কি কি লাগবে বেসিক কম্পিউটার শিখতে?
ইচ্ছাশক্তি এবং কাজের প্রতি অদম্য ভালোবাসা। আপনার শুধুমাত্র শেখার ইচ্ছা এবং সংকল্প থাকতে হবে। একটি নরমাল কম্পিউটার। ইন্টারনেট কানেকশন। সফটওয়্যার, কোর্স করার মানসিকতা এবং অল্প কিছু অর্থ ব্যয়ের ইচ্ছাশক্তি।
মোবাইল দিয়ে কি বেসিক কম্পিউটার শিখা যাবে?
অনেকের মনে প্রশ্ন জাগে মোবাইল দিয়ে বেসিক কম্পিউটার শেখা যায় না অথবা কাজ করা যায় না? আপনার মনে এ ধরনের কোনো প্রশ্ন থাকলে আমরা বলব সরাসরি না। কারণ একটি কম্পিউটার আপনাকে যে সার্ভিস প্রদান করবে সেটি কিন্তু মোবাইল করতে পারবে না। মোবাইল আর কম্পিউটার সম্পূর্ণ আলাদা দুটি ডিভাইস। তবে মোবাইল দিয়ে আপনি বেসিক এর ক্লাস গুলো দেখতে ও শিখতে পারবেন। তবে সরাসরি প্রাক্টিস করতে অবশ্যই কম্পিউটার লাগবে। তবে আপনার যদি কম্পিউটার না থাকে তবে আমাদের এজেন্ট লার্নিং পয়েন্ট এ গিয়ে প্রাক্টিস করতে হবে। সেজন্য আলাদা একটা ফি প্রদান করতে হবে। লার্নিং পয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের কাস্টমার কেয়ারে কল দিতে পারেন ।
কিভাবে এবং কোন জায়গা থেকে শিখবেন বেসিক কম্পিউটার ?
আপনি যদি বেসিক কম্পিউটার শিখতে চান অথবা আপনি যদি আপনার ক্যারিয়ার হিসেবে কম্পিউটার অপারেটর বেছে নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই বেসিক কম্পিউটার এর উপর দক্ষতা বৃদ্ধি করতে হবে। এটার জন্য আপনাকে কোর্স করতে হবে। এটি কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় যে কোর্স ছাড়া আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবহার করে বেসিক কম্পিউটার আপনি শিখতে পারবেন। ইউটিউব বা অন্যান্য ভিডিও দেখে হয়তো আপনি বেসিক ধারণা পাবেন তবে অ্যাডভান্স লেবেল এ শিখতে হলে অবশ্যই আপনাকে কোর্স করতেই হবে এবং সেই ট্রেইনার বা মেন্টর এর সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে হবে।
কেনো Zariq থেকে শিখবেন বেসিক কম্পিউটার?
আপনি যে কোন প্রতিষ্ঠান থেকেই বেসিক কম্পিউটার শিখতে পারবেন। তবে Zariq থেকে বেসিক কম্পিউটার শিখলে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস এবং লাইফটাইম সাপোর্ট যা আপনাকে আপনার ক্যারিয়ারে এগিয়ে থাকতে সাহায্য করবে। আর যদি কোর্স করার পরেও আপনার মনে হয় কোন কিছু এখনো আপনি ক্লিয়ার হতে পারছেন না তবে কোন রকম পেমেন্ট ছাড়াই আপনি পরবর্তী ব্যাচে সেটা শেখার সুযোগ পাবেন। Zariq এর সাপোর্ট সিস্টেম এতোটা ডেডিকেটেড যা আপনাকে সকল সমস্যা খুব দ্রুত সমাধান করতে সাহায্য করবে। আমাদের প্রতিটি কোর্স এ থাকছেন কোর্স কো-অর্ডিনেটর, ট্রেইনার, এসিস্টেন্ট ট্রেইনার, সাপোর্ট ইন্সট্রাক্টর, এসিস্টেন্ট ইন্সট্রাক্টর যা আপনাকে প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করবে।
শিক্ষকবৃন্দ
আমাদের এই কোর্স টির শিক্ষকবৃন্দ কয়েকটি ধাপে ভাগ করে করা হয়েছে। কোর্স কো-অর্ডিনেটর, ট্রেইনার, এসিস্টেন্ট ট্রেইনার, সাপোর্ট ইন্সট্রাক্টর, এসিস্টেন্ট ইন্সট্রাক্টর
কোর্স কো-অর্ডিনেটর => Zafor & Md Jayed Hasan Emran
ট্রেইনার => Md Iqbal Hossain
এসিস্টেন্ট ট্রেইনার & সাপোর্ট ইন্সট্রাক্টর => Moneruzzaman, Liton
অন্যান্য => Talha, Sojib
সার্টিফিকেটঃঃ
কোর্স ভালোভাবে সম্পন্ন করার পর সার্টিফিকেট দেওয়া হবে।
আমাদের সার্টিফিকেট এর বিশেষত্বঃ
সার্টিফিকেট এর মাধ্যমে আপনার কি সুবিধা হবে:
আপনার সিভিকে উন্নত করতে পারবেন
জব পাওয়ার জন্য সহায়ক হবে
ক্যারিয়ার উন্নত করতে পারবেন
আপনি কি বেসিক কম্পিউটার শিখতে চান ? তবে দেখে আসতে পারেন আমাদের কোর্স আউটলাইন । মার্কেট ডিমান্ড অনুযায়ী ট্রেইনিং নিতে আজই আমদের প্রফেশনাল বেসিক কম্পিউটার কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করুন ।
বিজনেসকে গতিশীল ও ডিজিটাল করতে একাউন্টিং, ইনভেন্টরি, HR-Payroll, POS, ERP সফটওয়্যার এবং ই-কমার্স বা কর্পোরেট ওয়েবসাইটের জন্য যোগাযোগ করুন - 01714 02 46 89 - ZARIQ LTD
Electronic, Health, Home Appliances & Any Other Shop Owner who want to cope with present world.