কেন এই কোর্স ?
বেকার, ছাত্র ছাত্রী, গৃহিণী, বিজনেসম্যান সবার কথা চিন্তা করেই আমাদের এই পথচলা.........
* বর্তমানে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে। চাকরি পাওয়া যেন সোনার হরিণ হয়ে গেছে। ঘরে ঘরে শিক্ষিত এর সংখ্যা যেমন বাড়ছে তেমনি তাল মিলিয়ে বাড়ছে শিক্ষিত বেকার এর সংখ্যা। তাই বেকারত্বের গ্লানি দূর করতে যুবক যুবতীরা এখন ঝুঁকছে ফ্রিল্যাংসিং এর দিকে। বর্তমান বিশ্বে উন্নত দেশগুলোতেও ফ্রিলান্স্যার এর সংখ্যা অনেক। বাংলাদেশেও দিন দিন এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফ্রিল্যাংসিং এর মাধ্যমে ইনকাম করে আপনি স্বাবলম্বী হতে পারবেন এবং এর জন্য অন্যতম মাধ্যম হচ্ছে কন্টেন্ট রাইটিং । মার্কেটপ্লেস এ প্রতিদিন হাজার হাজার জব অফার করা হচ্ছে কন্টেন্ট রাইটিং এর উপর। এ কাজ করে ঘরে বসেই আপনি আয় করতে পারবেন। কন্টেন্ট রাইটিং শিখে ফ্রিল্যান্সিংয়ে নিজের ক্যরিয়ার ভালোমতোই গড়ে তুলতে পারেন এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে হতে পারেন একজন সফল ফ্রিলান্স্যার।
আমাদের দেশে লাখ লাখ তরুণ তরুণী আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট লেভেলে লেখাপড়া করছেন। তাদের মধ্যে অনেকেই আছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বা প্রাইভেট ভার্সিটির । যাদের মধ্যে অনেকেই নিজের খরচ নিজে বহন করতে পারছেন না ভালোভাবে। তারা চাইলে কন্টেন্ট রাইটিং শিখে লোকালি বা গ্লোবালি কাজ করতে পারেন খুব সহজেই।
আমাদের দেশে এবং দেশের বাহিরে অনেক গৃহিণী আছেন যারা অনেক লেখাপড়া করেও ঘরে বসে আছেন। লেখাপড়া শেষ করে সংসার , সন্তান এর জন্য চাইলেও বাহিরে যেয়ে কিছু করতে পারছেন না। যারা এমন আছেন তারা চাইলে একটু পরিশ্রম করে কন্টেন্ট রাইটিং কোর্স করে ঘরে বসেই ইনকাম করার যুযোগ পাবেন।
* আপনি যদি ব্যবসায়ী হন তবে বর্তমান প্রতিযোগিতা মূলক বাজার এ টিকে থাকতে হলে নিজেকে অন্যদের থেকে আলাদা করে তুলে ধরতে হবে এবং এর জন্য প্রয়োজন নিজ পণ্যের মার্কেটিং এবং ব্রান্ডিং। একটি বিজনেস যত ছোট বা বড় হোক না কেন মার্কেটিং এর কোন বিকল্প নেই । আর এই মার্কেটিং এবং ব্রান্ডিং করার জন্য আপনার প্রয়োজন হবে কন্টেন্ট এর কাজ। আপনি যদি ছোট বিজনেস করেন তবে প্রতিদিন আপনি যে কাজগুলো করবেন মার্কেটিং এবং ব্র্যান্ডিং করার জন্য তা করাতে অনেক টাকা খরচ করতে হবে যা ছোট বিজনেস হিসেবে আপনার অনেক কষ্ট হবে। কিন্তু আপনি যদি নিজেই কন্টেন্ট রাইটিং এ দক্ষতা অর্জন করতে পারেন তবে শুরুতে খুব ভালোভাবে মার্কেটিং করতে পারবেন কোন কন্টেন্ট রাইটিং খরচ ছাড়াই।
কাদের জন্য এই কোর্স?
যে কেউ এই কোর্স করতে পারেন :
আপনি যদি একজন স্টুডেন্ট হন পড়াশোনার পাশাপাশি বাড়তি ইনকাম করতে চান তবে এই কোর্স টি করতে পারেন।
আপনি কি একজন গৃহিনী , লেখাপড়া শেষ করে সংসার , সন্তান এর জন্য কিছু করতে পারছেন না আপনি তবে কন্টেন্ট রাইটিং কোর্স করে ঘরে বসেই ইনকাম করার যুযোগ পাবেন।
আপনি যদি একজন দক্ষ ফ্রিল্যান্সার হয়ে ক্যারিয়ার গড়তে চান তবে কন্টেন্ট রাইটিং শিখে ক্যারিয়ার গড়তে পারবেন খুব সহজেই।
আপনি যদি নিজের বিজনেস এর পণ্য বা সার্ভিস এর কন্টেন্ট নিজেই লিখতে চান।
আপনি যদি জবের পাশাপাশি নিজে কিছু করতে চান।
আপনি যদি বর্তমান কাজের পাশাপাশি বাড়তি কিছু আয় করতে চান।
আপনি যদি নিজের বিজনেসকে ডিজিটালি ট্রান্সফরম করতে চান তবে কন্টেন্ট রাইটিং শিখতে পারেন।
আপনি যদি নিজের বিজনেসকে কম্পিটিটরদের থেকে এগিয়ে রাখতে চান তবে কন্টেন্ট রাইটিং শিখতে পারেন।
যারা ফেসবুক, ইউটিউব,লিংকডইন,ই-মেইলে নিজের ব্যবসায় প্রসার করতে চান।
যারা গুগলে নিজের এবং নিজের ব্যবসার প্রসার করতে চান।
যারা কর্পোরেটে ব্যবসার প্রচার করতে চান।
যারা ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং-এ আগ্রহী।
যারা নিজের এরিয়ার বাইরে এসে অনলাইনে শক্ত অবস্থান করতে চান ৬৪ জেলায় এবং চাইলে দেশের বাইরেও।
যে কেউ এই কোর্স এ অংশগ্রহণ করতে পারবেন । কারণ আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত শিখাবো এবং প্রজেক্ট আকারে কোর্স করাবো। সেই সাথে থাকছে লাইফ টাইম সাপোর্ট ।
কেন সবার থেকে আলাদা এই কোর্স?
এই কোর্স এর মাধ্যমে একজন সফল কন্টেন্ট রাইটিং এর সকল সমস্যার সমাধান পাবেন। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবটুকুই থাকবে এই কোর্সে
আরো কিছু কারণ জানতে নিচে দেখুনঃ-
এই কোর্স টিতে কোর্স কো-অর্ডিনেটর থাকবেন যারা এই কোর্স টির সার্বক্ষণিক খোঁজ খবর নিবেন।
ট্রেইনারবৃন্দ ক্লাস নিবেন এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্য এসিস্টেন্ট ট্রেইনারবৃন্দ থাকবেন।
ক্লাসের হোমওয়ার্ক এবং এসাইনমেন্ট দেওয়া, বুঝিয়ে দেওয়া, এবং সময় মত আদায় করার জন্য থাকবেন সাপোর্ট ইন্সট্রাকটরবৃন্দ।
স্টুডেন্ট যেন তার সমস্যার সমাধান দ্রুত করতে পারেন তার জন্য থাকবেন এসিস্টেন্ট ইন্সট্রাকটর ও সাপোর্ট ইন্সট্রাকটর ।
প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত লাইভে থাকবেন সল্যুশন বক্সের টিম মেম্বাররা যারা যেকোনো সমস্যার সাথে সাথে সমাধান নিয়ে কাজ করবেন।
ওয়েল অরগানাইজড ক্লাস মডিউল, শিডিউল। নির্দিষ্ট সময়ে ক্লাস নেওয়া, এসাইনমেন্ট জমা দেওয়া এবং নেওয়া, কুইজ, এক্সাম এবং এক্সাম এর উপর সল্যুশন ক্লাস।
লাইভ সেশনে থাকবেন কোর্স কো-অর্ডিনেটর এর বিশেষ ক্লাস।
থাকবে কন্সেপচুয়াল সেশন।
এই কোর্সের মডিউল, উদাহরণ, বাংলাদেশ, দেশের বাহিরের সার্বিক অবস্থা বিবেচনা করে এই করা হয়েছে।
প্রতিজন ট্রেইনার ই একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট। তাই তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্লাস নিবেন বাস্তব সম্মত।
উল্লেখিত বিষয় গুলো ছাড়াও থাকবে আরও অনেক কিছু!!!
কী শিখানো হবে এই কোর্সে?
এই কোর্স হচ্ছে এমন একটি কোর্স যা একজন অল্পশিক্ষিত মানুষও সহজেই শিখতে পারবেন। শুধু মাত্র কম্পিউটার ব্যবহারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে। লেখালিখির প্রতি অাগ্রহ বা ঝোঁক থাকতে হবে।
যে সমস্ত বিষয় আপনি শিখতে পারবেন :
মডিউল ১ :
• কন্টেন্ট রাইটিং কি ?
• কন্টেন্ট রাইটিং এর প্রকারভেদ ?
• কন্টেন্ট রাইটিং লেখার বাস্তবতা কিভাবে বুঝবেন ?
• কন্টেন্ট রাইটিং লেখা এবং এর ভবিষ্যৎ কি ?
• একটি পেশা হিসাবে কন্টেন্ট রাইটিং কেমন হবে ?
মডিউল ২ :
• ওয়েব কন্টেন্ট কিভাবে লিখবেন ?
• প্রযুক্তিগত কন্টেন্ট কিভাবে লিখবেন ?
• সৃজনশীল কন্টেন্ট কিভাবে লিখবেন ?
• গবেষণা বিষয়ক কন্টেন্ট কিভাবে লিখবেন ?
• বৈজ্ঞানিক বিষয়ক কন্টেন্ট কিভাবে লিখবেন ?
• পণ্যের বর্ণনা বিষয়ক কন্টেন্ট কিভাবে লিখবেন
• ইমেল বিষয়ক কন্টেন্ট কিভাবে লিখবেন ?
• ব্লগ কন্টেন্ট কিভাবে লিখবেন ?
• ভ্রমণ বিষয়ক কন্টেন্ট কিভাবে লিখবেন ?
• মেডিকেল রাইটিং কন্টেন্ট কিভাবে লিখবেন ?
• প্রবন্ধ বিষয়ক কন্টেন্ট কিভাবে লিখবেন ?
• ওয়েব কপি লেখা কন্টেন্ট কিভাবে লিখবেন ?
• কপি সম্পাদনা কন্টেন্ট কিভাবে লিখবেন ?
মডিউল ৩ :
• কিভাবে লেখার জন্য পড়তে হবে ?
• কার্যকরী অনুচ্ছেদ লেখা জন্য পরিকল্পনা কিভাবে করবেন ?
• প্রাক-লেখা কিভাবে লিখবেন ?
• কার্যকরী লেখা কিভাবে লিখবেন ?
• কন্টেন্ট রাইটিং বিশেষজ্ঞের সাথে যোগাযোগ কিভাবে করবেন ?
• লেখকদের জন্য ব্যাকরণ এর ব্যবহার কিভাবে করবেন ?
• সাধারণ ব্যাকরণগত ত্রুটি কিভাবে খুঁজে বের করবেন ?
মডিউল ৪ :
• লেখার ভূমিকা - বিভিন্ন ধরনের তথ্য কিভাবে পাবেন ?
• আপনার লেখার পরিকল্পনা কিভাবে করবেন ?
• কন্টেন্ট লেখার গাইড লাইন কিভাবে পাবেন ?
• একটি পাঠক কেন্দ্রিক দলিল কি?
• লেখার জন্য কিভাবে পড়তে হয় ?
• রেফারেন্সিং এবং Plagiarism কিভাবে চেক করবেন ?
মডিউল ৫ :
• আপনার কন্টেন্ট রাইটিং জন্য সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান এর ব্যবহার কিভাবে করবেন ?
• কীওয়ার্ড গবেষণা & পরিকল্পনাকারী কিভাবে করবেন ?
এসইও কপিরাইটিং এর উপাদান , সার্চ ইঞ্জিনের জন্য দরকারী কীওয়ার্ড লেখা
• বিষয়বস্তু তৈরির জন্য কীওয়ার্ড গবেষণা কিভাবে করবেন ?
• প্রি-সাইট, অন-সাইট & অফ-সাইট কার্যক্রম কিভাবে করবেন ?
• মেটা ট্যাগ লেখা, শিরোনাম & গুগল সার্চ ইঞ্জিনের জন্য বর্ণনা ট্যাগ
• ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট (সিএম)
মডিউল ৬ :
• আপনার ক্লায়েন্ট এবং তাদের উদ্দেশ্য কিভাবে বুঝবেন ?
• আপনার ক্লায়েন্টের টার্গেট ব্যক্তিত্ব তৈরি কিভাবে করবেন ?
• আপনার ক্লায়েন্টের ব্লগ বিশ্লেষণ কিভাবে করবেন ?
• আপনার ক্লায়েন্টের প্রতিযোগীদের গবেষণা কিভাবে করবেন ?
মডিউল ৭ :
• প্রুফ রিডিং
• Plagiarism
• সম্পাদনা
• গ্রাফিক শিল্পীর সাথে যোগাযোগ
• পুনর্লিখন
মডিউল ৮ :
পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন ?
Fiverr প্রোফাইল এবং গিগ তৈরি করবেন ?
মডিউল ৯ :
গিগ চেকিং কিভাবে করবেন ?
মডিউল ১০ :
ফ্রিল্যান্সিং টিপস এবং কৌশল
কন্টেন্ট রাইটিং এর ভবিষ্যৎ কি ?
*** বর্তমানে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে। চাকরি পাওয়া যেন সোনার হরিণ হয়ে গেছে। ঘরে ঘরে শিক্ষিত এর সংখ্যা যেমন বাড়ছে তেমনি তাল মিলিয়ে বাড়ছে শিক্ষিত বেকার এর সংখ্যা।
তাই বেকারত্বের গ্লানি দূর করতে যুবক যুবতীরা এখন ঝুঁকছে ফ্রিল্যাংসিং এর দিকে।
ফ্রিল্যাংসিং এ মাধ্যমে ইনকামের অন্যতম মাধ্যম হচ্ছে কন্টেন্ট রাইটিং
মার্কেটপ্লেস এ প্রতিদিন হাজার হাজার জব অফার করা হচ্ছে কন্টেন্ট রাইটিং উপর। এ কাজ গুলো করে ঘরে বসেই আয় করতে পারবেন।
কন্টেন্ট রাইটিং শিখে ফ্রিল্যান্সিংয়ে নিজের ক্যরিয়ার ভালোমতোই গড়ে তুলতে পারেন এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার
একটি কন্টেন্ট থেকে সারাজীবন ইনকাম করার সুযোগ রয়েছে। যেমন, একটি ব্লগে প্রকাশিত আর্টিকেল যতদিন পরই ভিউ হোক না কেন, সেখান থেকে ইনকাম হবেই।
কন্টেন্ট ছাড়া ইন্টারনেট জগৎ অচল। এছাড়াও ফ্রিল্যান্সিং মার্কেট গুলোতে বর্তমানে আর্টিকেল রাইটারদের চাহিদা সবচেয়ে বেশি এবং ভবিষ্যতে আরো দিন দিন চাহিদা বৃদ্ধি পাবে ।
কন্টেন্ট রাইটিং শিখতে কতদিন লাগবে?
কত দিন লাগবে সম্পূর্ণ নির্ভর করবে আপনার গ্রহণযোগ্যতার ওপর। আপনি যত তাড়াতাড়ি গ্রহণ করতে পারবেন ঠিক ততো তাড়াতাড়ি আপনি কন্টেন্ট রাইটিং শিখতে পারবেন।
মাত্র এক মাস যদি আপনি প্রতি দিন ৫/৬ ঘন্টা সময় দিয়ে শিখে আরো ৪/৫ মাস প্রাকটিস করেন তবে গারান্টি দিয়ে বলছি আপনি মিড লেভেলের একজন দক্ষ কন্টেন্ট রাইটার হতে পারবেন। তবে কেউ হয়তো এর চেয়ে কম সময়ে বেশি ভালো করতে পারবেন।
কন্টেন্ট রাইটিং শিখে আপনি কি কি করতে পারবেন? ভবিষ্যতে কি কি ক্যারিয়ার অপর্চুনিটি পাবেন এই কোর্স করে :
কন্টেন্ট রাইটিং শিখে কি হতে পারবেন যে কোনো আপনি আইটি সেক্টর এ জব করতে পারবেন।
কন্টেন্ট রাইটিং শিখে আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন।
নিজের পার্সোনাল ব্লগ বা ওয়েবসাইটে থেকে ইনকাম করতে পারবেন।
ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটার হিসেবে যে কোনো কোম্পানি তে জব করতে পারবেন।
ব্র্যান্ড প্রোমোটার বা এফিলিয়েট মার্কেটার হতে পারবেন।
কমার্শিয়াল ব্লগ এবং অনলাইন পোর্টাল এ পার্ট টাইম বা ফুল টাইম কাজ করতে পারবেন।
বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সাথে কাজ করতে পারবেন।
ম্যাগাজিন এবং পত্রিকা কন্টেন্ট বা আর্টিকেল লিখতে পারবেন।
অনলাইন মার্কেটপ্লেস ফাইবার বা আপওয়ার্ক এ কাজ করতে পারবেন।
বিভিন্ন টিভি চ্যানেল বা পত্রিকা অফিস এ কন্টেন্ট রাইটার হিসেবে জব করতে পারবেন।
ফ্রিল্যান্সিং এ কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করার সুযোগ কেমন?
বর্তমান বিশ্বে উন্নত দেশগুলোতে ফ্রিলান্স্যার এর সংখ্যা অনেক।
বাংলাদেশেও দিন দিন এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
বর্তমান যুগের যুবক যুবতীদের ব্যপক আগ্রহ রয়েছে ফ্রিল্যান্সিং এর প্রতি।
ফ্রিল্যান্সিং এ ভাল করতে হলে আপনাকে কোন একটা বা একাধিক বিষয়ে স্কিল্ড হতে হবে। স্কিল্ড ডেভেলপমেন্ট এর সাথে দরকার সঠিক গাইডলাইন। সঠিক গাইডলাইন না হলে ফ্রিল্যান্সিং এ সফল হওয়া এবং সফল হয়ে টিকে থাকা অপনার জন্য কষ্টকর হয়ে পড়বে।
ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য বিভিন্ন সেক্টর রয়েছে। তার মধ্যে একটি চমৎকার সম্ভাবনাময় সেক্টর হলো কন্টেন্ট রাইটিং।
তবে, আপনি যদি ক্রিয়েটিভ মাইন্ড এর হোন, এবং লিখা লিখির প্রতি ঝোক থাকে
তাহলে কন্টেন্ট রাইটিং আপনার জন্য সফলতা বয়ে আনবে খুব তাড়াতাড়ি।
একবার ভালো দক্ষতা অর্জন করতে পারলে আপনাকে ঘুরে দাড়াতে আর বেগ পেতে হবে না। মাসে ২০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা + অনায়াসে ইনকাম করতে পারবেন।
আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি ফেসবুক , লিঙ্কডিন, টুইটার , বিভিন্ন ব্লগ এ যে লেখা বা প্রতিবেদন পড়ে থাকেন সেগুলো আসলে কি ? এগুলোকেই মূলত কন্টেন্ট বা আর্টিকেল বলা হয়।
আধুনিক এই যুগে ইন্টারনেট ছাড়া আমরা চলতেই পারি না। কি নেই এই ইন্টারনেট জগতে ?
তাই যুগের সাথে তাল মিলিয়ে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন কোম্পানি গুলো তাদের পণ্য বা সেবা অনলাইন জগতে প্রচার করার জন্য কন্টেন্ট মার্কেটিং করে থাকে।
তারা তাদের পণ্য বা সেবার বিষয়ে বিভিন্ন কন্টেন্ট বা আর্টিকেল লিখে তা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে তাদের পণ্য বা কোম্পানির ব্র্যান্ডিং করার জন্য।
এছাড়া কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে আপনি নিজেই ব্লগ একাউন্ট খুলে ব্লগ লিখেও ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে।
এভাবে কর্পোরেট অফিস থেকে শুরু করে ছোট ছোট কোম্পানি কিংবা নিজের ব্লগ লিখে ঘরে বসে অনলাইনে ইনকাম করার জন্য কন্টেন্ট রাইটিং এর প্রচুর চাহিদা রয়েছে
সবকিছু ডিজিটালাইজ হওয়ার ফলে কন্টেন্ট রাইটার দের চাহিদা দিন দিন বাড়ছে। তাই তারা ঘরে বসে আর্টিকেল লিখে অনলাইন বা ইনহাউস ইনকাম করছে।
কন্টেন্ট রাইটিং অত্যান্ত আধুনিক ও অনেক সুবিধাজনক কাজ সাথে সাথে সম্মানজনকও বটে।
কিন্তু অনেকেই রয়েছে যারা কন্টেন্ট রাইটিং সম্পর্কে ভালো করে জানে না তাদের জন্য আমাদের এই আয়োজন।
আপনি যদি একজন ভালো কন্টেন্ট রাইটার হতে পারেন তবে আপনি ঘরে বসেই সফল ক্যারিয়ার গড়তে পারবেন। কন্টেন্ট লিখার কৌশল না জানলে কিন্তু এটা সম্ভব না। তাই আপনাকে জানতে হবে কিভাবে কন্টেন্ট লিখতে হয়। কন্টেন্ট রাইটিং শিখে আপনি আপনার নিজের প্রতিভা বিকাশ করতে পারবেন সাথে টাকাও ইনকাম করতে পারবে।
ভালো ওয়েব কন্টেন্ট লেখার মাধ্যমে আপনি-
সম্ভাব্য টার্গেট অডিয়েন্সের নজর কাড়তে পারবেন।
সম্ভাব্য টার্গেট অডিয়েন্সের আস্থা অর্জন করতে পারবেন।
সেলসের সম্ভাবনা বাড়াতে পারবেন।
পুরানো কাস্টমারদের আস্থা ধরে রাখতে পারবেন।
কি কি লাগবে কন্টেন্ট রাইটিং শিখতে?
ইচ্ছাশক্তি এবং কাজের প্রতি অদম্য ভালোবাসা। আপনার শুধুমাত্র শেখার ইচ্ছা এবং সংকল্প থাকতে হবে। একটি ভালো মানের কম্পিউটার। ইন্টারনেট কানেকশন। কোর্স করার মানসিকতা এবং অল্প কিছু অর্থ ব্যয়ের ইচ্ছাশক্তি। এছাড়াও আপনাকে প্রচুর প্র্যাক্টিস করতে হবে।
মোবাইল দিয়ে কি কন্টেন্ট রাইটিং শিখা যাবে?
অনেকের মনে প্রশ্ন জাগে মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং শেখা যায় না অথবা কাজ করা যায় না? আপনার মনে এ ধরনের কোনো প্রশ্ন থাকলে আমি বলব সরাসরি না। কারণ একটি কম্পিউটার আপনাকে যে সার্ভিস প্রদান করবে সেটি কিন্তু মোবাইল করতে পারবে না। মোবাইল আর কম্পিউটার সম্পূর্ণ আলাদা দুটি ডিভাইস। তবে মোবাইল দিয়ে আপনি গুগল ডক্স ব্যবহার করে মোবাইলে কন্টেন্ট লিখতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু আপনার কাজে গতি আনতে হলে ভালো মানের ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে কাজ করতে হবে।
কিভাবে এবং কোন জায়গা থেকে শিখবেন কন্টেন্ট রাইটিং ?
আপনি যদি একজন কন্টেন্ট রাইটার হতে চান অথবা আপনি যদি আপনার ক্যারিয়ার হিসেবে কন্টেন্ট রাইটিং বেছে নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই কন্টেন্ট রাইটার ওপর সৃজনশীলতা এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে। এটার জন্য আপনাকে কোর্স করতে হবে।
এটি কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় যে কোর্স ছাড়া আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবহার করে ভালো মানের কন্টেন্ট রাইটার হতে পারবেন। ইউটিউব বা অন্যান্য ভিডিও দেখে হয়তো আপনি ব্যাসিক ধারণা পাবেন তবে এডভান্স লেবেল এ শিখতে হলে অবশ্যই আপনাকে কোর্স করতেই হবে এবং সেই ট্রেইনার বা মেন্টর এর সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে হবে।
কোন জায়গা থেকে শিখবেন কন্টেন্ট রাইটিং ?
আপনি যে কোন প্রতিষ্ঠান থেকেই কন্টেন্ট রাইটিং শিখতে পারবেন। তবে Zariq থেকে কন্টেন্ট রাইটিং শিখলে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস এবং লাইফটাইম সাপোর্ট যা আপনাকে আপনার ক্যারিয়ারে এগিয়ে থাকতে সাহায্য করবে। আর যদি কোর্স করার পরেও আপনার মনে হয় কোন কিছু এখনো আপনি ক্লিয়ার হতে পারছেন না তবে কোন রকম পেমেন্ট ছাড়াই আপনি পরবর্তী ব্যাচে সেটা শেখার সুযোগ পাবেন। Zariq এর সাপোর্ট সিস্টেম এতোটা ডেডিকেটেড যা আপনাকে সকল সমস্যা খুব দ্রুত সমাধান করতে সাহায্য করবে। আমাদের প্রতিটি কোর্স এ থাকছেন কোর্স কো-অর্ডিনেটর, ট্রেইনার, এসিস্টেন্ট ট্রেইনার, সাপোর্ট ইন্সট্রাক্টর, এসিস্টেন্ট ইন্সট্রাক্টর যা আপনাকে প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করবে।
শিক্ষকবৃন্দ
আমাদের এই কোর্স টির শিক্ষকবৃন্দ কয়েকটি ধাপে ভাগ করে করা হয়েছে। কোর্স কোঅরডিনেটর, ট্রেইনার, এসিস্টেন্ট ট্রেইনার, সাপোর্ট ইন্সট্রাক্টর, এসিস্টেন্ট ইন্সট্রাক্টর
কোর্স কোঅরডিনেটর => Zafor & Md Iqbal Hossain
ট্রেইনার => A M Robiul Islam ( DM ), Md Jayed Hasan Emran ( WAD )
এসিস্টেন্ট ট্রেইনার & সাপোর্ট ইন্সট্রাক্টর => Moneruzzaman
অন্যান্য => Talha, Sojib
সার্টিফিকেটঃঃ
কোর্স ভালোভাবে সম্পন্ন করার পর সার্টিফিকেট দেওয়া হবে
আমাদের সার্টিফিকেট এর বিশেষত্বঃ আমাদের সার্টিফিকেট তাদের ই দেওয়া হয় যারা সত্যিকার অর্থে ভালো করেছেন।
সার্টিফিকেট এর মাধ্যমে আপনার কি সুবিধা হবে:
আপনার সিভিকে উন্নত করতে পারবেন
জব পাওয়ার জন্য সহায়ক হবে
ক্যারিয়ার উন্নত করতে পারবেন
তাহলে ক্যারিয়ার নিয়ে আপনার ভাবনা কি ? সফল কন্টেন্ট রাইটিং হতে চান ? তবে দেখে আসতে পারেন আমাদের কোর্স আউটলাইন । মার্কেট ডিমান্ড অনুযায়ী ট্রেইনিং নিতে আজই আমদের প্রফেশনাল কন্টেন্ট রাইটিং কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করুন ।
বিজনেসকে গতিশীল ও ডিজিটাল করতে একাউন্টিং, ইনভেন্টরি, HR-Payroll, POS, ERP সফটওয়্যার এবং ই-কমার্স বা কর্পোরেট ওয়েবসাইটের জন্য যোগাযোগ করুন - 01714 02 46 89 - ZARIQ LTD
Electronic, Health, Home Appliances & Any Other Shop Owner who want to cope with present world.