বর্তমান যুগ অনলাইন এর যুগ। সবাই এখন অনলাইন ব্যবহার করছে ইচ্ছায় অনিচ্ছায়। দিন দিন এই ব্যবহারীর সংখ্যা বেড়েই চলেছে। যার ফলেও মানুষ অনলাইন থেকে কেনাকাটা শুরু করেছে আগের তুলনায় অনেক বেশি। দিন যত যাচ্ছে এই সেক্টর এ ক্রেতা এবং বিক্রেতা উভয়ই বাড়ছে। বিজনেস টিকিয়ে রাখতে হলে এখন অনলাইনকে অবজ্ঞা করে টিকিয়ে রাখা প্রায় অসম্ভয় হয়ে পরেছে এবং সামনের দিনে আরো কঠিন হয়ে পড়বে। তাই এই সময়ে যারা নিজেদের অনলাইনে প্রেজেন্স রাখতে পারছে তাদের সেল তত বেড়ে যাচ্ছে এবং যারা অনলাইনে নিজেদের অবস্থান ঠিক মত রাখতে পারছেন না তারা পিছয়ে পরছে।
বর্তমানে অধিকাংশ বিজনেসম্যান ই এখন অনলাইনে আসছে নিজের সেল বাড়ানো এবং বিজনেস টিকিয়ে রাখার জন্য। কিন্তু এই সেক্টর অধিকাংশ মানুষের জন্য নতুন এবং অজানা হওয়ার জন্য তারা সঠিক গাইডলাইন পাচ্ছেনা। তারা বুঝতে পারছে না কি কি ফিচার ইনক্লুড করে ওয়েবসাইট তৈরি করতে হবে। আবার বিজনেস যখন নেক্সট লেভেলে যাবে তখন সেই ওয়েবসাইট তার কাজে লাগবে কি না ? না আবার নতুন করে ওয়েবসাইট তৈরি করতে হবে। সেই ওয়েবসাইটে কি আর কিছু ফিচার ডেভেলপমেন্ট করে তার প্রয়োজন মিটবে ? না আবার নতুন করে করতে হবে। ওয়েবসাইট স্পিড কেমন হবে? সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট কিভাবে ভূমিকা রাখতে পারে? সিকিউরিটি হাই করতে কেমন ওয়েবসাইট লাগবে এবং তার বিজনেস হিসেবে তাকে কোন টেকনোলোজি বেছে নিতে হবে? এমন অনেক বিষয় আছে যা অধিকাংশ সাধারণ মানুষ না জেনেই একটা ওয়েবসাইট তৈরি করে নিচ্ছে যা তার বিজনেসে কোন ভূমিকা পালন করতে পারছে না। অধিকাংশ ওয়েবসাইট মার্কেটিং টুল ইন্টিগ্রেটেড না। যার ফলে অনেক কাস্টমারকে হারাচ্ছে প্রতিদিন। এমন অনেক বিষয় রয়েছে যার সঠিক সমাধান না জেনে মানুষ সেবা নিয়ে তার টাকা খরচ করছে কিন্তু এগিয়ে যেতে পারছেনা। আমাদের এই সার্ভিসের মূল উদ্যেশ্য হলো CSME বিজনেসম্যান কে সেই কনসালটেন্সি এবং সার্ভিস দেওয়া এবং সেই সাথে যারা অনেক বড় বিজনেস করছেন তারা যেন তাদের বিজনেস ডিজিটালি ট্রান্সফরম করতে পারে সেই সাপোর্ট দেওয়া।